বাংলা নিউজ > ঘরে বাইরে > Parliament Special Session: বিশেষ অধিবেশনে মহিলা বিল পেশের দাবি বিরোধীদের, গণেশ পুজোয় প্রবেশ নয়া সংসদ ভবনে

Parliament Special Session: বিশেষ অধিবেশনে মহিলা বিল পেশের দাবি বিরোধীদের, গণেশ পুজোয় প্রবেশ নয়া সংসদ ভবনে

সর্বদলীয় বৈঠক চলছে। (ছবি সৌজন্যে পিটিআই)

সোমবার থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনে কী আলোচনা করা হবে, তা নিয়ে জল্পনা চলছে। তারইমধ্যে আজ সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে মহিলা সংরক্ষণ বিলের উপর জোর দেওয়া হয়। অন্যদিকে, কেন্দ্র জানিয়েছে যে গণেশ পুজোয় নয়া সংসদ ভবনে অধিবেশন হবে।

সংসদের বিশেষ অধিবেশনে মহিলাদের সংরক্ষণ বিল পেশ করার দাবি তুলল একাধিক বিরোধী দল। যে অধিবেশন আগামিকাল (সোমবার) থেকে শুরু হচ্ছে। যদিও বিশেষ অধিবেশনে সেই বিল পেশ করা হবে কিনা, তা নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী যে ইঙ্গিত দিয়েছেন, তাতে সেই সম্ভাবনা কম বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। সংসদ বিষয়ক মন্ত্রী দাবি করেন, উপযুক্ত সময় যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে। তারইমধ্যে তিনি জানিয়ছেন যে গণেশ পুজোর দিন নয়া সংসদ ভবনে অধিবেশন শুরু হবে।

সোমবার থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছিল সরকার। হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়ানরা। সেই বৈঠকে একাধিক বিরোধী নেতা দাবি করেন যে সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশ করতে হবে। যে বিলের আওতায় লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের প্রস্তাব আছে। 

বিষয়টি নিয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী জানান, সংসদের বিশেষ অধিবেশনে সেই বিল পেশ করার জন্য বিরোধী দলগুলি আবেদন জানিয়েছে। একইসুরে এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল বলেছেন, ‘আমরা আশাবাদী যে সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশ করা হলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়ে যাবে।’

আরও পড়ুন: Modi Birthday Greetings in Sanskrit: সংস্কৃতে গান গেয়ে জন্মদিনে ‘উইশ’ তরুণীর, মুখে হাসি মোদীর, অর্থ কী? রইল ভিডিয়ো

যদিও সরকার সেই পথে হাঁটবে কিনা, তা নিয়ে ইতিবাচক কোনও মন্তব্য করেননি সংসদ বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, ‘এরকম দাবি (মহিলা সংরক্ষণ বিল পেশ) আগেও তোলা হয়েছে। সরকার নিজস্ব কর্মসূচি মেনে এগিয়ে চলে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।’ সেইসঙ্গে সংসদের বিশেষ অধিবেশনে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হবে, তাও খোলসা করতে চাননি সংসদ বিষয়ক মন্ত্রী।

গণেশ পুজোর দিন নয়া সংসদ ভবনে অধিবেশন

রবিবার সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, ‘(সংসদের বিশেষ অধিবেশনের) প্রথমদিনে পুরনো সংসদ ভবনে আলোচনা হবে। পরদিন অর্থাৎ ১৯ সেপ্টেম্বরে পুরনো সংসদ ভবনে ফোটোসেশন হবে। তারপর সকাল ১১ টায় সেন্ট্রাল হলে একটি অনুষ্ঠান হবে। সেটার পরে আমরা নয়া সংসদ ভবনে প্রবেশ করব। ১৯ সেপ্টেম্বর নয়া সংসদ ভবনে অধিবেশন শুরু হবে। ২০ সেপ্টেম্বর থেকে নয়া সংসদ ভবনে নিয়মিত কাজকর্ম শুরু হবে।’

আরও পড়ুন: Amit Shah in Bihar: ‘এবার যদি মোদী প্রধানমন্ত্রী না হন তবে…’ ২০২৪ নিয়ে বড় কথা জানালেন অমিত শাহ

বন্ধ করুন