রান্নার গ্যাসের আগুন দাম এখন পকেটেও ছ্যাঁকা দিচ্ছে। কলকাতা-সহ দেশের অন্যান্য বড় শহরে রান্নার গ্যাস প্রায় হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। তাই অনেকেই এখন গ্যাস সাশ্রয় করে রান্না করার অভ্যেস করছেন। কিন্তু এবার রান্নার গ্যাসের দামে কিছুটা স্বস্তি পেতে পারেন। সৌজন্যে পেটিএম (Paytm)। এবার অর্ধেক দামে পেতে পারেন রান্নার গ্যাস। কারণ এলপিজি গ্যাসের ওপর ফের ক্যাশব্যাক দিচ্ছে পেটিএম। '3 pe 2700'-এর মাধ্যমে ক্যাশব্যাকের সুবিধা পাবেন এলপিজি, ইন্ডেন ও ভারত গ্যাস ব্যবহারকারীরা।
তবে পেটিএমের এই নতুন অফারের মাধ্যমে নয়া গ্রাহকরা প্রথম তিনমাসের জন্য সর্বাধিক ৯০০ টাকার ক্যাশব্যাক পাবেন। আবার পুরনো এবং বর্তমান গ্রাহকরা পাবেন ৫,০০০ টাকার ক্যাশব্যাক পয়েন্ট। তা দিয়ে পেটিএম থেকে বিশেষ উপহারও কিনতে পারবেন গ্রাহকরা।
রান্নার গ্যাসে কীভাবে এই ক্যাশব্যাক অফার ব্যবহার করতে পারবেন জেনে নিন—
১. প্রথমে https://paytm.com/cylinder-gas-recharge লিঙ্কে যান।
২. তারপর গ্যাস বুকিং সেকশনে যেতে হবে।
৩. সেখানে ' Book A Cylinder' অপশানে ক্লিক করুন।
৪. নিজের গ্যাস সরবরাহকারীর নাম ভুলে যাবেন না যেন। এখানে সেটা অপরিহার্য।
৫. এইচপি, ইন্ডেন ও ভারত গ্যাস—এই তিনটি অপশনই পাবেন।
৬. আপনি যে সংস্থার রান্নার গ্যাস ব্যবহার করেন, তা বেছে নিয়ে 'Proceed' বাটনে ক্লিক করুন।
৭. এর পর নিজের কনজিউমার নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিন।
৮. বুকিং অ্যামাউন্ট দিতে হবে।
৯. এরপর পেমেন্ট অপশন বেছে 'Proceed' বাটনে ক্লিক করুন।
১০. ঠিকঠাক করে বুকিং হলে আপনার মোবাইল নম্বরে একটি মেসেজ আসবে।
১১. বুকিং হওয়ার পর এলপিজি সিলিন্ডারের ওপর ক্যাশব্যাক পাবেন।