মিয়ামি থেকে চিলির দিকে যাচ্ছিল বিমানটি। তাতে ২৭১জন যাত্রী ছিলেন। বাণিজ্যিক ওই বিমানে আচমকাই অসুস্থ হয়ে পড়েন পাইলট। তিনি বাথরুমে গিয়েছিলেন। সেখানে মারা যান তিনি। এরপরই ররিবার রাতে ওই ফ্লাইটকে জরুরী অবতরণ করা হয় পানামাতে। সহকারি পাইলট দ্রুত ওই বিমানের হাল ধরেন। তিনিই ওই বিমানকে জরুরী অবতরণ করান। মৃত পাইলটের নাম আইভান আন্দাউর। সংবাদমাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট সূত্রে খবর।
ওই পাইলট বিমান ওড়ার ঘণ্টা তিনেক পর থেকেই অসুস্থতা বোধ করছিলেন। তাঁকে সুস্থ করার প্রয়োজনীয় চেষ্টা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই কাজটা করা যায়নি। প্লেনটি রানওয়েতে অবতরণ করার পরে মেডিকেল টিম ওই পাইলটকে পরীক্ষা করে দেখেন। কিন্তু তাঁরা ওই পাইলটকে মৃত বলে ঘোষণা করেন। নিউ ইয়র্ক পোস্টের খবর অনুসারে জানা গিয়েছে ওই পাইলটের বয়স ছিল ৫৬ বছর।
এদিকে সূত্রের খবর, বিমানের মধ্য়েই তিনি অসুস্থতা বোধ করেন। পরে সেখানেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
বিমানটি LATAM এয়ারলাইন্স গ্রুপের ছিল। মিয়ামি সান্টিয়াগো রুটে যাচ্ছিল বিমানটি। পানামার টকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে এটা জরুরী অবতরণ করে। বিমান সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে বিমানটি জরুরী অবতরণ করার পরে দ্রুত মেডিক্যাল টিম প্লেনে গিয়ে পাইলটকে পরীক্ষা করে দেখেন। কিন্তু আগেই মারা গিয়েছেন তিনি।
বিমান সংস্থা জানিয়েছে, আমরা এই ঘটনায় শোকাহত, বিচলিত। তাঁর ২৫ বছরের কেরিয়ারে ইতি পড়ল। তিনি যে কাজ এতদিন করেছেন তা আমরা ভুলব না। তাঁর পেশাদারিত্ব, তাঁর আত্ম উৎসর্গ করার ঘটনা কোনওভাবেই ভোলার নয়। তবে বিমান যখন উড়ছিল পাইলটের জীবন রক্ষা করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। তাঁর শোকাহত পরিবারের পাশে আমরা রয়েছি।
মঙ্গলবার ফের পানামা থেকে উড়ে যায় বিমানটি। ফের এটি চিলির দিকে উড়ে যায়। তবে বিমানটিকে জরুরী অবতরণ করানোর জেরে যাত্রীরা সকলে নিরাপদে রয়েছেন।