পরিবেশ রক্ষার লড়াইয়ে বরাবর সামনের সারিতে থেকেছেন। জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব রুখতে একাধিক পদক্ষেপ করেছে তাঁর সরকার। এবার সংসদে ‘গ্রিন’ পৃথিবীর জন্য বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মোদী যে জ্যাকেট পরেছেন, তা আদতে প্লাস্টিক বোতল ‘রিসাইকেল’ করে তৈরি করা হয়েছে।
বুধবার বাজেট অধিবেশনের সময় সংসদে একটি হালকা নীল রঙের গলাবন্ধ জ্যাকেট পরে এসেছেন মোদী। আপাতত রাজ্যসভার অধিবেশনে অংশগ্রহণ করেছেন। খালি চোখে অভাবনীয় কিছু ধরা না পড়লেও বাস্তবেই সেই জ্যাকেট অত্যন্ত ‘স্পেশাল’। কারণ প্লাস্টিকের বোতল (PET - যেসব বোতল পুনর্ব্যবহারযোগ্য) ‘রিসাইকেল’ করে সেই জ্যাকেট তৈরি করা হয়েছে। যে জ্যাকেটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
সূত্রের খবর, কর্ণাটকের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে যে জ্যাকেট দেওয়া হয়েছিল, সেটা পরেই আজ সংসদে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। বেঙ্গালুরুতে 'ইন্ডিয়া এনার্জি উইক'-র সময় মোদীর হাতে তুলে দেওয়া হয়েছিল সেই জ্যাকেট। শুধু তাই নয়, নিজেদের কর্মচারী এবং সশস্ত্র বাহিনীর আধিকারিকদের পোশাকের জন্য ১০ কোটির বেশি বোতল 'রিসাইকেল' করবে ইন্ডিয়ান অয়েল।
এমনিতে ২০৭০ সালে ভারতে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মোদী সরকার। সেজন্য এবার বাজেটে একাধিক পদক্ষেপ করা হয়েছে। 'ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন' চালু করা হয়েছে। বরাদ্দ করা হয়েছে ১৯,৭০০ কোটি টাকা। যা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে কার্বন নিঃসরণে লাগাম টানবে।
উল্লেখ্য, আজ সম্ভবত সংসদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। দুপুর তিনটে ৩০ মিনিট থেকে তিনি ভাষণ দিতে পারেন বলে সংশ্লিষ্ট মহল সূত্রে খবর। তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। আপাতত সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আছেন মোদী। সেখানে একাধিক ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ শানান বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। পালটা তোপ দাগেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)