বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Modi-CM Mamata: মমতাকে টক্কর দিতে স্বয়ং মাঠে নামছেন মোদী, কী করতে চলেছেন প্রধানমন্ত্রী?

PM Modi-CM Mamata: মমতাকে টক্কর দিতে স্বয়ং মাঠে নামছেন মোদী, কী করতে চলেছেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।(PTI Photo)  (PTI)

এখানে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল হওয়ায় লড়াই কঠিন হয়ে উঠেছে। যেমন বাংলায় কঠিন হয়ে উঠেছিল। আবার মহিলাদের স্বনির্ভরতার জন্য এখানে মাসে এক হাজার টাকা অ্যাকাউন্টে দেওয়ার ‘উই কার্ড’ প্রকল্পের উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেখানে রেজিস্ট্রেশন করেছেন এক হাজারের বেশি মেঘালয়বাসী।

একুশের নির্বাচনে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। তারপরও বাংলায় বিরোধী আসনেই বসতে হয়েছে। এবার আবার তিনি বাংলার মুখ্যমন্ত্রীকে টক্কর দিতে মাঠে নামছেন। হ্যাঁ, তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ঘটনাস্থল বাংলা নয়। মমতাকে টক্কর দিতে ময়দানে নামতে হচ্ছে উত্তর–পূর্বের পর্বতঘেরা রাজ্য মেঘালয়ে। কারণ সেখানে তৃণমূল কংগ্রেস–বিজেপির ভোটযুদ্ধের দামামা বেজে উঠেছে। ২০২৩ সালের শুরুতেই এখানে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই এখানে ঘুরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সফরের একসপ্তাহের মধ্যেই শিলংয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ, এখানে গেরুয়া শিবির কার্যত কোণঠাসা। তবে ক্ষমতা ধরে রাখতে ইতিমধ্যেই এখানে শুরু হয়ে গিয়েছে ‘ঘোড়া’ কেনাবেচা।

মেঘালয়ে ঠিক কী করেছেন মমতা?‌ বুধবার মেঘালয় থেকে কলকাতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে সেখানে জোড়াফুল ফোটাতে ময়দানে নেমে পড়েছে বাংলার শাসকদল। মমতা–অভিষেকের এই সফরে স্বাভাবিকভাবেই উজ্জীবিত এখানকার প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। আসন্ন নির্বাচনে বিজেপি ও ন্যাশনাল পিপলস পার্টির বিরুদ্ধে জোরদার লড়াইয়ে নামতে চলেছে। আর এখানেই তৃণমূল কংগ্রেসের ‘ট্রাম্প কার্ড’ হতে চলেছে বাংলার একগুচ্ছ উন্নয়ন প্রকল্প। কলকাতার বিমান ধরার আগে মুকুল সাংমা, চার্লস পিংগ্রোপ, জেমস লিংডোদের মতো তৃণমূল কংগ্রেস নেতাদের লড়াইয়ের বীজমন্ত্র দিয়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বলেছেন, ফাইট দ্যা ব্যাটল।

কবে মেঘালয় আসছেন প্রধানমন্ত্রী?‌ ইতিমধ্যেই হিমাচল প্রদেশ হাতছাড়া হয়েছে। নয়াদিল্লির পুরসভা নির্বাচনে গোহারা। তাই এখন মেঘালয় নিয়ে গা ছাড়া মনোভাব দেখাতে চাইছে না বিজেপি। এই কারণে ১৮ ডিসেম্বর স্বয়ং মোদীকেই মেঘালয়ে ছুটে আসতে হচ্ছে। ওই দিন বিজেপির রাজ্য সদর কার্যালয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একটি জনসভাও করবেন। গতবার মেঘালয়ে মাত্র দু’টি বিধানসভা আসন জিতেছিল বিজেপি। এবার সেটা আরও কঠিন।

কেন কঠিন লড়াই বিজেপির কাছে?‌ এখানে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল হওয়ায় লড়াই কঠিন হয়ে উঠেছে। যেমন বাংলায় কঠিন হয়ে উঠেছিল। আবার মহিলাদের স্বনির্ভরতার জন্য এখানে মাসে এক হাজার টাকা অ্যাকাউন্টে দেওয়ার ‘উই কার্ড’ প্রকল্পের উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেখানে রেজিস্ট্রেশন করেছেন এক হাজারের বেশি মেঘালয়বাসী। নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের বার্তা দিয়েছেন এক লক্ষের বেশি মানুষ। এবার এই সমর্থনকে ভোটের বাক্সে আনতে চায় তৃণমূল কংগ্রেস। তাই শুরু হয়েছে প্রচার। গুয়াহাটি–শিলং হাইওয়ে ধরে মমতার ছবি, কাটআউট বসেছে। মমতা মেঘালয় ছাড়ার আগে জানিয়ে গিয়েছেন, তিনি ও অভিষেক জানুয়ারি মাসে আবার আসবেন। তার মধ্যেই ত্রিপুরা হয়ে মেঘালয়ে আসছেন প্রধানমন্ত্রী। এটা কি মমতা–ভীতি?‌ উঠছে প্রশ্ন।

বন্ধ করুন