দেশের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দুর্নীতির বিষয় উল্লেখ করেন। আজ তিনি বলেন, ‘যারা দেশ লুঠ করেছে... আমরা এমন পরিস্থিতি তৈরি করব যে তাদের সেই লুঠের অর্থ ফিরিয়ে দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে দেশবাসীর সহযোগিতা কামনা করছি আমি।’ (আরও পড়ুন: লাল কেল্লায় মদীর ভাষণে নেহরুর উল্লেখ, দিলেন ‘মাথা নত’ করার বার্তা)
প্রধানমন্ত্রী মোদী এদিন আরও বলেন যে কারও কারও কাছে থাকার জায়গা নেই এবং অন্য অনেকের চুরি করা জিনিসপত্র রাখার জায়গা নেই। গত ৮ বছরে, আমরা সরাসরি বেনিফিট ট্রান্সফার করে ২ লক্ষ কোটি টাকা বাঁচিয়েছি। এই টাকা ভুল হাতে চলে যেত। বিগত সরকারে যারা ব্যাঙ্ক ডাকাতি করে পালিয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সময়ে পা রাখছি।’
আরও পড়ুন: ‘অমৃতকালে পঞ্চ সংকল্প নিয়ে এগোতে হবে’, আগামী ২৫ বছরের নীল নকশা আঁকলেন মোদী
প্রধানমন্ত্রী বলেন, আমরা দুর্নীতির রুখতে নির্ধারক পথে এগিয়ে চলেছি। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে লাল কেল্লার প্রাচীর থেকে বলছি, দুর্নীতি দেশকে ঘুণের মতো শূন্য করে দিচ্ছে। এর বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে হবে। আপনি আমাকে আশীর্বাদ করুন এবং সমর্থন করুন যাতে আমি এই যুদ্ধে লড়তে পারি। এই যুদ্ধে দেশ জয়ী হোক এবং সাধারণ নাগরিকদের জীবন গর্বে ভরে উঠুক। দেশে দুর্নীতির প্রতি ঘৃণা থাকলেও কখনও কখনও দুর্নীতিবাজদের প্রতি নমনীয়তা দেখা যায়। সেজন্য আমার দেশবাসীদের কাছে এটা চিন্তার বিষয়। এদিকে এদিন পরিবারতন্ত্র নিয়েও কথা বলেন মোদী। তিনি বলেন, ‘পরিবারতন্ত্রের রাজনীতিতে শুধুমাত্র একটি পরিবারেরই লাভ হয়। দেশের এতে কোনও উপকার হয় না। দেশ থেকে পরিবারতন্ত্রের রাজনীতি দূর করতে হবে। দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের।’