বাংলা নিউজ > ঘরে বাইরে > Rahul-Abhishek Meet: মুম্বইয়ে জোট বৈঠকের আগে সাত সকালে দিল্লিতে বসলেন অভিষেক-রাহুল, কী নিয়ে কথা?

Rahul-Abhishek Meet: মুম্বইয়ে জোট বৈঠকের আগে সাত সকালে দিল্লিতে বসলেন অভিষেক-রাহুল, কী নিয়ে কথা?

রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়

বুধবার সকাল সাড়ে ছটা নাগাদ সনিয়া গান্ধীর বাড়ি ১০ নম্বর জনপথে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে রাহুল গান্ধী বর্তমানে থাকছেন। তবে এই বৈঠকে সনিয়া উপস্থিত ছিলেন কি না তা জানা যায়নি।

মুম্বইয়ে বিরোধী দলগুলির জোটের বৈঠকের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে তাঁদের মধ্যে এই বৈঠক হয়। সূত্রের খবর, বৃহস্পতিবারের বৈঠকের স্ট্র্যাটেজিগত বিষয় নিয়ে রাহুলের সঙ্গে মূলত আলোচনা করেছেন অভিষেক। দিল্লিতে সোনিয়ার বাড়িতেই এই বৈঠক হয়।

যদিও এই বৈঠকের বিষয়ে দুপক্ষেরই কেউ সাংবাদমাধ্যমকে কেউ কিছু জানাননি। তবে বিরোধী জোট 'ইন্ডিয়া গঠনের' পর রাহল-অভিষেক এই প্রথম বৈঠক। একদিকে বাংলার শাসকদলের 'সেকেন্ড ইন কমান্ড' অন্য দিকে কংগ্রেসের 'সেকেন্ড ইন কমান্ড', রাজনীতির প্রেক্ষিতে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূণ।

বুধবার সকাল সাড়ে ছটা নাগাদ সনিয়া গান্ধীর বাড়ি ১০ নম্বর জনপথে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে রাহুল গান্ধী বর্তমানে থাকছেন। তবে এই বৈঠকে সনিয়া উপস্থিত ছিলেন কি না তা জানা যায়নি। বৈঠকের পর দলীয় কর্মসূচিতে কর্নাটকের উদ্দেশে রওনা দেন রাহুল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা বলেন,'মুম্বইয়ে বৈঠকের আগে কেন দুই নেতা একান্তে বৈঠক করলেন, দুজনের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে নানা জল্পনা করা যেতে পারে। তবে এটা বলাই যেতে পারে, ২০২৪-এর লোকসভা ভোট নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।'

বুধবার বিকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ের উদ্দেশে রওনা হন। তার এক দিন আগেই অভিষেক দিল্লিতে পৌঁছে যান। কী কারণে তিনি আগে দিল্লি গিয়েছেন তা দলের কেউই জানত না। শেষ পর্যন্ত জানা যায়, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করতেই তিনি আগে দিল্লি পৌঁছেছেন।

(পড়তে পারেন। বিচ্ছেদ হওয়া স্ত্রীকে মাসে দেড় লাখ টাকা করে খোরপোষ দিতে হবে, ওমর আবদুল্লাহকে নির্দেশ হাইকোর্টের)

(পড়তে পারেন। 'দাদা-বোনের মধ্য়ে ঠান্ডা লড়াই চলছে…' বিজেপির খোঁচার জবাব দিলেন প্রিয়াঙ্কা গান্ধী)

তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'এটা এমন এক সময় যখন দেশের সমস্ত বিরোধী দলগুলি দেশে আর্থ-সামাজিক পরিবর্তন করতে উদ্যোগী হয়েছে, তখন দুই দলের দুই সেকেন্ড-ইন কমান্ডের মধ্যে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ২০২৪ বিজেপিকে ক্ষমতাচূত্য হবেই।'

বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য রাহুল-অভিষেক বৈঠককে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন,'এই সব বৈঠকের কোনও গুরুত্ব নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বছর আবার লালকেল্লা থেকে পতাকা তুলবেন। লোকসভা নির্বাচনেকে জিতবে জনগণ তা ইতিমধ্যেই স্থির করে রখেছে। '

বন্ধ করুন