অসমের ডিব্রুগড়ে সাতটি ক্যানসার হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও সাতটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে হিন্দিতে ৮৪ বছরের শিল্পপতি রতন টাটা বলেন, 'আজ অসমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।' সঙ্গে জানান, অসমের উন্নতির জন্য জীবনের শেষ কয়েকটি বছর উৎসর্গ করছেন।
চোখেমুখে প্রভাব পড়েছে বয়সের। তারইমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রতন টাটা জানিয়ে দিলেন, জীবনের শেষ কয়েকটা বছর অসমের জন্য উৎসর্গ করে দিচ্ছেন। যে মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
গত বৃহস্পতিবার অসমের ডিব্রুগড়ে সাতটি ক্যানসার হাসপাতালের উদ্বোধন করেন মোদী। আরও সাতটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে হিন্দিতে ৮৪ বছরের শিল্পপতি রতন টাটা বলেন, 'আজ অসমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।' সঙ্গে তিনি জানান, এখনও এই ভাষায় কথা বলতে পুরোপুরি স্বচ্ছন্দ নন। তবে 'যা বলব, তা মন থেকে বলব।'
কী বলেছেন রতন টাটা?
তিনি জানান, অসমের উন্নতির জন্য জীবনের বাকি সময়টা উৎসর্গ করে দিলেন। বিখ্যাত শিল্পপতির কথায়, ‘অসম রাজ্যের ইতিহাসে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনেই (বৃহস্পতিবার) স্বাস্থ্য পরিষেবা এবং ক্যানসারের চিকিৎসার ক্ষেত্রে আরও উঁচু স্তরে উঠে গেল অসম। এটা সত্যিই ক্যানসারের চিকিৎসার জন্য একটি বিশেষ দিন। যা বড়লোকদের রোগ নয় (শুধু ধনীরাই চিকিৎসা করতে পারবেন, এমন নয়)। লাখ-লাখ মানুষকে পরিষেবা দিতে পারবে রাজ্য। মুখ্যমন্ত্রী (হিমন্ত বিশ্বশর্মা) এবং অবশ্যই প্রধানমন্ত্রীর সাহায্য ছাড়া কিছু হত না।’