বাংলা নিউজ > ঘরে বাইরে > Republic Day Video: দিল্লির রাজপথে ৪৮০ শিল্পীর 'বন্দে ভারতম নৃত্য' দিল একাত্মবোধের বার্তা

Republic Day Video: দিল্লির রাজপথে ৪৮০ শিল্পীর 'বন্দে ভারতম নৃত্য' দিল একাত্মবোধের বার্তা

বন্দো ভারত নৃত্য উৎসবের দৃশ্য। ছবি সৌজন্য - টুইটার / প্রসার ভারতী

রাজপথের বর্ণাঢ্য সমারোহে ৪৮০ জন শিল্পীর অসামান্য নাচের ছন্দে তখন কার্যত মোহিত দর্শক।  বিভিন্ন আঙ্গিকের নাচের ঘরানায় দেশের ঐতিহ্য, সংস্কৃতির রূপ তুলে ধরে একাত্মবোধের ভাবনাকে তুলে ধরা হয়েছে 'ভারতম নৃত্য উৎসব' এর মধ্য দিয়ে।

৭৩ তম প্রজাতন্ত্র দিবস ঘিরে বুধবার ২৬ জানুয়ারি সকাল থেকেই দিল্লির রাজপথে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়। ২১ টি তোপধ্বনির সঙ্গে জাতীয় সঙ্গীতের হাত ধরে শুরু হয় দিল্লির বর্ণাঢ্য এই অনুষ্ঠান। রাজপথের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এদিন আলাদা করে নজর কেড়ে নেয় বন্দে 'ভারতম নৃত্য'।

রাজপথের বর্ণাঢ্য সমারোহে ৪৮০ জন শিল্পীর অসামান্য নাচের ছন্দে তখন কার্যত মোহিত দর্শক। বিভিন্ন আঙ্গিকের নাচের ঘরানায় দেশের ঐতিহ্য, সংস্কৃতির রূপ তুলে ধরে একাত্মবোধের ভাবনাকে তুলে ধরা হয়েছে 'ভারতম নৃত্য উৎসব' এর মধ্য দিয়ে। 'ভারতম নৃত্য উৎসব' এর পর্ব দিল্লির রাজপথে ব্যাপকভাবে সামদৃত হয়। এক প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ৪৮০ জন শিল্পীকে তুলে আনা হয়। সুর ও তালের ছন্দে তাঁদের নৃত্য নৈপূণ্য কার্যত আলাদা করে নজর কাড়ে ২০২২ প্রজাতন্ত্র দিবসে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও প্রতিরক্ষামন্ত্রকের যৌথ উদ্যোগে এই নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়েছে। 'বন্দে ভারতম' শীর্ষক এক প্রতিযোগিতা থেকে সারা দেশের ৩,৮৭০ জন প্রতিযোগীর মধ্যে ৪৮০ জন বিজয়ী হিসাবে উঠে আসেন। আর ভারতের দ্রুপদী নৃত্য সংস্কৃতির এক অনন্য চিত্র এঁকে দেন তাঁরা রাজপথের বুকে। মোট ৩৬ টি দলের এই নৃত্য পরিবেশনা প্রজাতন্ত্র দিবসের সমারোহে এই প্রথমবার উঠে এল।

গত নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলেছে 'বন্দে ভারতম' নৃত্য পরিবেশনা উৎসব। ১৩০ কোটির দেশের নানান প্রান্ত থেকে আসা এই শিল্পীরা 'এক ভারত শ্রেষ্ঠ ভারত'-এর বার্তা নিয়ে রাজপথের বুকে নিজেদের দক্ষতা তুলে ধরেছেন। এই নৃত্য পরিবেশনা যতটাই রঙিন ছিল, ততটাই এর বার্তা ছিল স্পষ্ট। আধুনিকতার সঙ্গে এখানে ঐতিহ্যের মেলবন্ধন দেখানো হয়েছে, 'অজানা'র সঙ্গে যেন মিলে গিয়েছে 'জানা'। এই বিশেষ ঘরানার পরিবেশনায় ধ্রুপদীর পাশাপাশি আধুনিক নৃত্য থেকে আদিবাসী নৃত্য ও লোকনৃত্য পরিবেশিত হয়েছে এক সুরে গেঁথে। সুরের সঙ্গে তাল মিলিয়ে এই অনবদ্য নৃত্য পরিবেশনার ছন্দ কার্যত ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের রেশকে আরও গাঢ় করে দিয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

অনিকেত-স্নিগ্ধাদের সঙ্গে ৩ দিন অনশন বৃদ্ধার! মুগ্ধ নেটপাড়া বলছে, 'আসল সহযোদ্ধা' আরজি করের অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে, জুনিয়র ডাক্তারদের পাশে আছে গোটা দেশ আলিয়ার মেয়ের নামে হাতি পুষছেন রাম চরণ! জানতে পেরেই রণবীর ঘরণী বললেন... দীপাবলির পরে মার্গী শনি বাড়াবে সমস্যা, ৩ রাশি হবে সংকটের সন্মুখীন থিম হচ্ছেন বিদ্যাসাগর আর রামমোহন, সেখানে রত্নগর্ভার তালিকায় মুখ্যমন্ত্রীর ছবি রেঁস্তোরার জাঙ্ক ফুড খেয়ে অ্যান্টাসিড ভরসা? বদলে বেছে নিন এগুলি রতন টাটার মৃত্যুতে শোকস্তব্ধ জামশেদপুর, পুজো মণ্ডপে বাজল না ঢাক, হল না গান মেডিক্যাল কলেজের লেডিজ় হস্টেলে ঢুকে হস্তমৈথুন করার সময় গ্রেফতার যুবক আনলাকি ৫৫৬ রান! টেস্টে এই রানে অলআউট হওয়া মানেই পরাজয় নিশ্চিত? অবাক করা তথ্য বিরক্তিকর ব্রণ তাড়াতে এই 'জঘন্য' কাজ করেন কুশা কপিলা! এটা কি সবাই করতে পারবেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.