বাংলা নিউজ > ঘরে বাইরে > Russia-Ukraine War: বিস্কুটে দিন কাটছিল, ঠিকমতো খেতে খারকিভে দোকানে যান, সেখানে মৃত্যু ‘টপার’ নবীনের

Russia-Ukraine War: বিস্কুটে দিন কাটছিল, ঠিকমতো খেতে খারকিভে দোকানে যান, সেখানে মৃত্যু ‘টপার’ নবীনের

নয়াদিল্লিতে নবীন শেখারাপ্পাকে স্মরণ। (ছবি সৌজন্যে পিটিআই)

ভারতীয় দূতাবাসের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন নবীনের বন্ধুরা। তাঁদের দাবি, দূতাবাসের তরফে কোনও পদক্ষেপ করা হচ্ছে না।

শরণ পোভান্না

শেষ কয়েকদিন ধরে বিস্কুট, জুস খেয়ে কাটাতে হচ্ছিল। তাই মঙ্গলবার সকাল ছ'টায় কার্ফু উঠতেই দোকানে ছুটে যান। যাতে অত্যন্ত একবেলা ঠিকভাবে খাবার খেতে পারেন। সেই খাবার কিনতে গিয়েই ক্ষেপণাস্ত্র হানায় মৃত্যু হয়েছে কর্নাটকের ছেলে নবীন শেখারাপ্পার (২১)।

মঙ্গলবার সকালে নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান খারকিভ ন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। কিছুক্ষণ পরেই এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। জিনিসপত্র কেনার জন্য টাকা ট্রান্সফার করতে বলেন। তারপর মুদিখানা দোকানের লাইনে দাঁড়িয়ে পড়েন। যে দোকান তাঁর ফ্ল্যাট থেকে মেরেকেটে ৫০-৬০ মিটার দূরে অবস্থিত। খারকিভ থেকে ফোনে 'হিন্দুস্তান টাইমস'-কে নবীনের ফ্ল্যাটমেট অমিত বৈশ্বনভর বলেন, 'আমরা ওই সময় ঘুমাচ্ছিলাম। কারণ আমরা রাত সাড়ে তিনটে-চারটে পর্যন্ত জেগেছিলাম। আমরা জানি না যে ও কখন বেরিয়ে গিয়েছিল।'

কিন্তু দীর্ঘক্ষণ নবীন না ফেরায় তাঁকে ফোন করতে থাকেন বন্ধুরা। অবশেষে এক ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরের এক বাসিন্দা ফোন ধরেন। তাঁর ভাষা একবর্ণও বুঝতে পারেননি নবীনের বন্ধুরা। অমিত বলেন, 'আমরা সেই ভাষা বুঝতে পারছিলাম না। তাই আমাদের ফ্ল্যাটের এক মহিলার কাছে ছুটে যাই। তিনি স্থানীয় বাসিন্দা। তিনি কাঁদতে থাকেন। কিন্তু কী হয়েছে, তা বোঝাতে পারছিলেন না। তখন এক ব্যক্তি ভাঙা ভাঙা ইংরেজিতে জানান যে আমাদের বন্ধু মারা গিয়েছে।' তাঁরা জানতে পারেন, মুদিখানা দোকানে লাইনে দাঁড়িয়ে গোলাবর্ষণে মৃত্যু হয়েছে চতুর্থ বর্ষের পড়ুয়ার। যিনি ক্লাসের ‘টপার’ ছিলেন।

মঙ্গলবার দুপুরে তিনটে নাগাদ একটি টুইটবার্তায় ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করতে পারছি যে আজ সকালে খারকিভে গোলাবর্ষণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিদেশ মন্ত্রক। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ সঙ্গে তিনি বলেছেন, 'খারকিভ-সহ যে সব জায়গায় সংঘাত হচ্ছে, সেখানকার ভারতীয়দেের দ্রুত সুরক্ষিতভাবে যেতে দেওয়ার দাবি আরও জোরালোভাবে জানানোর জন্য রাশিয়া এবং ইউক্রেনের দূতকে তলব করেছেন বিদেশসচিব। রাশিয়া এবং ইউক্রেনে আমাদের রাষ্ট্রদূতরাও একই পদক্ষেপ করেছেন।'

নবীনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্কুল ও কলেজ জীবনের বেশিরভাগটাই মাইসুরুতে কাটিয়েছিলেন ২১ বছরের মেডিকেল পড়ুয়া। তারপর মেডিকেল পড়ার জন্য ইউক্রেনে গিয়েছিলেন। ২০১৮ সালের নভেম্বর থেকে পূর্ব ইউরোপের দেশে থাকছেন। নবীন যে বিশ্ববিদ্যালয়ে পড়তেন, সেখানে প্রায় ৩,০০০ জন ভারতীয় আছেন। তাঁদের প্রায় ১০ শতাংশ পড়ুয়াই কর্নাটকের। যাঁরা এখনও খারকিভে রয়ে গিয়েছেন, নবীনের মৃত্যুর পর তাঁরা আতঙ্কে ভুগছেন। অমিতরা জানিয়েছেন, বাড়ি বা বাঙ্কার কোথাও সুরক্ষিত নেই তাঁরা। পাগলের মতো সাহায্যের আর্তি জানাচ্ছেন। ভারতীয় দূতাবাসের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের দাবি, দূতাবাসের তরফে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। 

ঘরে বাইরে খবর

Latest News

'এগিয়ে যাও...' দিদির ফিটনেস সফরে সুনয়নার সবথেকে বড় চিয়ারলিডার ভাই হৃতিক! সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো নিয়ে তোপ, BJP-কে ‘মাতালদের পার্টি’ বলে কটাক্ষ অভিষেকের PBKS-এর কাছে RR হারায়, শীর্ষস্থান নিশ্চিত KKR-এর, প্রথমবার ফার্স্টবয় হল নাইটরা ৩-এ পা দিয়ার ছেলে, জঙ্গল থিম বার্থডে পার্টিতে কী কী হল? মালা-নুরুলের মনোনয়ন গ্রহণ করল কমিশন, উড়ে গেল বিজেপির দাবি গম্ভীরও যা পারেননি, তা করে দেখালেন শ্রেয়স! ৫ ম্যাচ বাকি থাকতে IPL-এ ইতিহাস KKR-র টানা ৪ ম্যাচে হার, PBKS-এর কাছে হেরে KKR-এর সুবিধে করল RR, চাপ বাড়াল নিজেদের জুনে অধীর যোগ দেবেন BJP-তে? ফোন করলেন স্বয়ং মোদী? ভাইরাল হল ভুয়ো স্ক্রিনশট বিরাট সংকটে চা বাগান, উৎপাদন অর্ধেক হতে পারে আগামী মাসে 'গল্পের বই পড়তে খুব ভালোবাসি', CBSE দ্বাদশে ৪৯৪ পেলেন সাগরিকা! লক্ষ্য এই ২ IIT

Latest IPL News

গম্ভীরও যা পারেননি, তা করে দেখালেন শ্রেয়স! ৫ ম্যাচ বাকি থাকতে IPL-এ ইতিহাস KKR-র টানা ৪ ম্যাচে হার, PBKS-এর কাছে হেরে KKR-এর সুবিধে করল RR, চাপ বাড়াল নিজেদের IPL-এর কোচ হিসেবে এবার দেখা যাবে শাস্ত্রীকে? অশ্বিনের শো-তে বড় খোলসা প্রাক্তনীর RCB vs CSK ম্যাচ বৃষ্টিতে ভাসলে কপাল পুড়বে কোহলিদের,সোনায় সোহাগা হবে চেন্নাইয়ের চিন্তার কিছু নেই বিশ্বকাপে ভালোই খেলবে, রোহিতের অফ ফর্ম নিয়ে বার্তা সৌরভের 'খেলে-খেলে ঘরের কাচ ভাঙত, বোলার নয়, বল দেখে', পোড়েলের সাফল্যে খুশি পরিবার-কোচ ‘গম্ভীর না হাসলে ক্রাশকে প্রোপোজ করব না’, তরুণীর পোস্টার দেখে হেসে দিলেন গৌতম! যিনি ব্যাটিং করছেন,তিনিই ডাগ-আউটে বসে হাততালি দিচ্ছেন! ‘পোস্ট’ নিয়ে ট্রোল LSG-কে ম্যাককালাম,স্টোক্সই ওকে বলেছিল আর সুযোগ পাবে না...জিমির অবসর নিয়ে বিস্ফোরক রব কি ক্রিকেটারদের অনুরোধ ফেরালেন দ্রাবিড়, কোচ হতে চান না ভিভিএস লক্ষ্মণও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.