বাংলা নিউজ > ঘরে বাইরে > Senco Gold IPO: প্রথমদিনেই ৬৯% সাবস্ক্রাইব হল সেনকো গোল্ডের IPO-র, কতদিন আবেদন করা যাবে? দাম কত?

Senco Gold IPO: প্রথমদিনেই ৬৯% সাবস্ক্রাইব হল সেনকো গোল্ডের IPO-র, কতদিন আবেদন করা যাবে? দাম কত?

সেনকো গোল্ডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

Senco Gold IPO: প্রথমদিনেই ৬৯ শতাংশ সাবস্ক্রাইব হল সেনকো গোল্ড লিমিটেডের ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও)। সবথেকে ভালো মিলেছে রিটেল ইনভেস্টদের থেকে। সেক্ষেত্রে ১.২ গুণ বেশি সাবস্ক্রাইব হয়েছে। অর্থাৎ যে পরিমাণ শেয়ার ছাড়া হয়েছে, তার বেশি সাবস্ক্রাইব করা হয়েছে।

প্রথমদিনেই ভালো সাড়া পেল সেনকো গোল্ড লিমিটেডের ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও)। শেয়ার বাজারের তথ্য অনুযায়ী, প্রথমদিন বাজারে মোট ৯৪.১৮ লাখ শেয়ার ছাড়া হয়েছিল। সেখানে ৬৫.২৮ লাখ শেয়ারের জন্য আবেদন পড়েছে। অর্থাৎ ৬৯ শতাংশ শেয়ারের সাবস্ক্রাইব করা হয়েছে। রিটেল ইনভেস্টরদের (ব্যক্তিগত বিনিয়োগকারী) ক্ষেত্রে আরও ভালো প্রতিক্রিয়া পেয়েছে সেনকোর আইপিও। রিটেল ক্যাটেগরিতে ১.১২ গুণ বেশি আবেদন জমা পড়েছে। সেখানে অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (বড় বিনিয়োগকারীদের মতো আর্থিক সংস্থান নেই) ৬২ শতাংশ শেয়ার ‘বুক’ করেছেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে অবশ্য প্রথমদিন কোনও আবেদন জমা পড়েনি।

আরও পড়ুন: PPF Investment Tips: বছরে PPF অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা দিন, তাহলেই ১৭ বছর পর ১ কোটি পাবেন দম্পতিরা!

কতদিন আইপিও খোলা থাকবে?

আগামী বৃহস্পতিবার (৬ জুলাই) পর্যন্ত সেনকো গোল্ড প্রাইভেট লিমিটেডের ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) খোলা থাকবে। যে প্রক্রিয়ার মাধ্যমে বাজার থেকে ৪০৫ কোটি টাকা তোলার চেষ্টা করছে সেনকো গোল্ড। যে সংস্থা আইপিওয়ের আগেই ২১ জন ‘অ্যাঙ্কর ইনভেস্টর’-দের (আইপিওয়ের সময় কোনও সংস্থায় বড় অঙ্কের বিনিয়োগ করেন এবং সাফল্যের সঙ্গে বিনিয়োগের নজির আছে) থেকে ১২১.৫ কোটি টাকা তুলে নিয়েছে (শেয়ারপিছু আপার প্রাইস ব্যান্ড ৩১৭ টাকা, ৩৮,৩২,৮০৭ শেয়ার)।

আরও পড়ুন: Mutual fund: PPF, FD-র থেকে অনেক বেশি রিটার্ন দিল এই ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি

সেনকো গোল্ডের আইপিওয়ের দাম কত পড়ছে?

প্রতিটি ইক্যুইটি শেয়ারের দাম ৩০১ টাকা থেকে ৩১৭ টাকার স্তরে ধার্য করেছে সেনকো গোল্ড। যে সংস্থা নতুন করে বাজারে ছেড়েছে ২৭০ কোটি টাকা মূল্যের শেয়ার। সেইসঙ্গে সেনকো গোল্ডের আইপিওতে আছে ১৩৫ কোটি টাকার মূল্যের 'অফার ফর সেল' ইক্যুইটি শেয়ার (এসএআইএফ পার্টনারস ইন্ডিয়া আইভি লিমিটেড)। বর্তমানে সেনকো গোল্ডের ১৯.২৩ শতাংশ শেয়ার এসএআইএফ পার্টনারস ইন্ডিয়া আইভি লিমিটেডের হাতে আছে। যা এবারের আইপিও প্রক্রিয়ার মাধ্যমে কমিয়ে আট থেকে নয় শতাংশে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন সেনকো গোল্ডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শুভঙ্কর সেন।

ভারতে সেনকো গোল্ডের ব্র্যান্ড

ভারতের অন্যতম জনপ্রিয় গয়না প্রস্তুতকারক ব্র্যান্ড হল সেনকো গোল্ড। দেশের ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সেনকো গোল্ডের ১৪০টি শোরুম আছে। তবে পূর্ব ভারতে সেই ব্র্যান্ডের পরিচিতি বেশি। শুধু পশ্চিমবঙ্গেই সেনকো গোল্ডের ৬৫ শতাংশ শোরুম আছে। সেইসঙ্গে বিভিন্ন অনলাইনে প্ল্যাটফর্মের মাধ্যমেও গয়না বিক্রি করে। দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো রফতানি করে থাকে।

বন্ধ করুন