আগামী বছর রয়েছে লোকসভা নির্বাচন। তাই বিরোধীদের ‘ইন্ডিয়া’ মহাজোট ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে। এই জোটের অন্যতম সদস্য হল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। তবে জোট হওয়ার পরেও বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী লাগাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন তাতে বিরক্ত জোটের শরিক দল এনসিপির প্রধান তথা জোটের সমন্বয় কমিটির সদস্য শরদ পাওয়ার। তিনি অধীরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটু ভাষা ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিলেন। তাঁর পরামর্শ উভয় দলকে তাদের মতভেদ দূরে সরিয়ে চলতে হবে তা না হলে আগামী দিনে জোটের উপর প্রভাব পড়বে।
আরও পড়ুন: দুই জোকারে মারামারি হচ্ছে, বোস-মমতাকে বিঁধে বললেন অধীর, সাফাই ধূপগুড়ি নিয়ে
উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গি। তার মধ্যেই স্পেন সফরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর তাঁর স্পেন সফরের তীব্র নিন্দা করেছিলেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেছিলেন যে তিনি তাঁর নিজের লোকদের ব্যথা বুঝতে পারেন না। শারদ পাওয়ার বলেন, ‘আমরা দেখেছি যে অধীর চৌধুরী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সম্পর্ক তিক্ত। তাঁকে কটাক্ষ করার খুব খারাপ অভ্যাস রয়েছে অধীরের। এটা ভাল নয়, তাঁর এটা করা উচিত নয়।’
কী বলেছিলেন অধীর?
অধীর রঞ্জন চৌধুরী সোমবার পশ্চিমবঙ্গে ডেঙ্গি প্রাদুর্ভাবের মধ্যেই স্পেন সফরের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। তিনি বলেছিলেন, ‘তৃণমূল সরকারকে অগস্ট–সেপ্টেম্বর মাসে ডেঙ্গির ব্যাপক বিস্তার সম্পর্কে সতর্ক করা হয়েছিল। কিন্তু রাজ্য প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং অজ্ঞতার কারণে সাধারণ মানুষ ভুগছে।’ স্পেনের একটি বিলাসবহুল হোটেলে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আক্রমণও করেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতাকে কটাক্ষ করে কংগ্রেস নেতা বলেন, ‘তিনি স্পেনে যেতে পারছেন কিন্তু এখানকার মানুষের কষ্ট বুঝতে পারছেন না। আমরা শুনেছি যে মুখ্যমন্ত্রী বেতন নেন না। তিনি তাঁর বই, আঁকা ছবি বিক্রি থেকে নিজের খরচ জোগাড় করেন।’তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মাদ্রিদের বিলাসবহুল হোটেলে থাকা নিয়েও কটাক্ষ করেছিলেন। অধীরের প্রশ্ন, কীভাবে মাদ্রিদের বিলাসবহুল হোটেলে থাকলেন? যেখানে প্রতিদিন ৩ লক্ষ টাকা করে খরচ? কটা বিনিয়োগ উনি আনতে পারলেন? আমরা জানতে চাই, কজন স্প্যানিশ শিল্পপতি বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করলেন? এখানকার মানুষকে বোকা বানাবেন না।’ তারপরেই অধীরকে সতর্ক করলেন শরদ পাওয়ার।