বাংলা নিউজ > ঘরে বাইরে > Friend Zone Trauma: প্রেমে প্রত্যাখ্যাত হয়েই মহিলার বিরুদ্ধে কয়েক লাখের মামলা ব্যক্তির! অভিযোগ অবসাদ ঘিরে

Friend Zone Trauma: প্রেমে প্রত্যাখ্যাত হয়েই মহিলার বিরুদ্ধে কয়েক লাখের মামলা ব্যক্তির! অভিযোগ অবসাদ ঘিরে

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মহিলার বিরুদ্ধে মামলা।

কাশিগান ১৮ মাস আগে নোরাকে হুমকি দেন যে, নোরা যদি তাঁর সঙ্গে প্রেমের সম্প্রকে লিপ্ত না হন, তাহলে তিনি আইনি মামলা করবেম। গত বছর মে মাসে কাশিগানকে ছেড়ে চলে যান নোরা। এরপর ৩ মিলিয়ন মার্কিন ডলারের মামলা ছাড়াও আরও একটি ২২ হাজার মার্কিন ডলারের মামলা করেছেন কাশিগান।

এক মহিলার বিরুদ্ধে ৩ মিলিয়ান মার্কিন ডলারের মামলা করলেন কে কাশিগান নামে ব্যক্তি। যে টাকার অঙ্ক ভারতীয় মুদ্রায় কয়েক লক্ষ টাকা। ঘটনা সিঙ্গাপুরের। অভিযোগ, তাঁর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন নোরা ট্যান নামের ওই মহিলা। আর সেই ঘটনা অভিযোগকারী কাশিগানকে ‘অবসাদ’এর দিকে ঠেলে দিয়েছেন। পাশাপাশি অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে 'খ্যাতি ক্ষুণ্ণ’ হয়েছে কাশিগানের। সিঙ্গাপুরে ১৮ মাস ধরে এই টানাপোড়েনের সম্পর্ক আইনি মামলায় আপাতত চলছে বলে খবর ‘দ্যা স্ট্রেইট টাইমস’-এর।

জানা গিয়েছে, কাশিগান ১৮ মাস আগে নোরাকে হুমকি দেন যে, নোরা যদি তাঁর সঙ্গে প্রেমের সম্প্রকে লিপ্ত না হন, তাহলে তিনি আইনি মামলা করবেম। গত বছর মে মাসে কাশিগানকে ছেড়ে চলে যান নোরা। এরপর ৩ মিলিয়ন মার্কিন ডলারের মামলা ছাড়াও আরও একটি ২২ হাজার মার্কিন ডলারের মামলা করেছেন কাশিগান। সেখানে তাঁর অভিযোগ, তাঁদের সম্পর্ক উন্নত করার যে ‘এগ্রিমেন্ট’ তথা চুক্তি ছিল তা ভেঙে চলে গিয়েছেন নোরা। সেই অভিযোগে, ম্যাজিস্ট্রেট কোর্টে তিনি মামলা করেন। আদালতে কাশিগান অভিযোগ করেন, নোরার কিছু মন্তব্য ও তাঁর অবহেলা তাঁকে ‘ব্যবসায়িক অংশিদারিতে ক্ষতি করেছে এবং তাঁর আয়েও ক্ষতি করেছে।’ তাঁর অভিযোগ, নোরার নেতিবাচক ব্যবহারের জন্য কাশিগানকে বহুদিন রিহ্যাবিলিটেশনে থাকতে বলা হয়েছে। কাশিগানের দাবি, নোরার চলে যাওয়ার ‘কষ্ট ভোলাতে তাঁকে থেরাপি নিতে হয়েছে।’ এছাড়াও ছিল ‘ফ্রেন্ড জোনড’ হওয়ার কষ্ট! সব মিলিয়ে ক্ষোভ গিয়ে পড়ে নোরার বিরুদ্ধে।

 (নখের গড়ন বলে দেয় স্বাস্থ্যের সমস্যা! কীভাবে বোঝা যায়? আয়ুর্বেদ মতে কিছু টিপস)

এরই মাঝে নোরার বিরুদ্ধে আনা ২২ হাজার মার্কিন ডলারের মামলা খারিজ করে দেয় কোর্ট। সেই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে ঘোষণা করা হয়েছে। এই মামলা মহিলার সমর্থনে গিয়েছে। কোর্ট জানিয়েছে, আইনি পথে গিয়ে সঙ্গীকে জোর করে সম্পর্কে বাধ্য করা,  যে সঙ্গী একটি অখুশি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল, এগুলি সমর্থনযোগ্য নয়। তবে কাশিগানের বাকি মামলায় কোর্ট কী রায় দেয়, তার দিকে তাকিয়ে দুনিয়া।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন