বাংলা নিউজ > ঘরে বাইরে > Sudha Murthy: ‘আমার মেয়ে তাঁর স্বামীকে প্রধানমন্ত্রী করেছেন’, বক্তব্য ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তির

Sudha Murthy: ‘আমার মেয়ে তাঁর স্বামীকে প্রধানমন্ত্রী করেছেন’, বক্তব্য ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তির

ঋষি সুনাক ও অক্ষতা মূর্তি।  ফাইল ছবি: এএফপি (AFP)

ভারতের কোটিপতি শিল্পপতি তথা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি সদ্য পেয়েছেন পদ্য সম্মান। সাহিত্যিক ও সমাজসেবী হিসাবে সুধা মূর্তির পরিচিতি রয়েছে। সেই সুধা ও নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা বর্তমানে ব্রিটেনের ফার্স্ট লেডি তথা সেদেশের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী। 

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে ঋষি সুনাকের চটজলদি অধীন হওয়ার ঘটনাক্রম অনেকেরই নজর কড়েছে। ঋষি সুনাকের আগে লিজ ট্রাস ছিলেন ব্রিটেনে কনজারভেটিভদের তরফের প্রধানমন্ত্রী। তবে দায়িত্বগ্রহণের পর পরই নানান রাজনৈতিক ঝড়ের জেরে লিজ পদ খোয়ান। এরপর ঋষি আসেন মসনদে। প্রথম ভারতীয় বংশদ্ভুত প্রধানমন্ত্রী হিসাবে ঋষি সুনাক বসেন ব্রিটেনের মসনদে। তাঁর এই ব্রিটেনের গদিতে অধীষ্ঠান নিয়ে সদ্য তাঁর শাশুড়ি সুধা মূর্তি একটি মন্তব্য করেছেন। যেখানে তিনি বলেছেন, ঋষি সুনাককে ব্রিটেনের প্রধানমন্ত্রী করে তুলেছেন সুধার মেয়ে অক্ষতা।

ভারতের কোটিপতি শিল্পপতি তথা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি সদ্য পেয়েছেন পদ্য সম্মান। সাহিত্যিক ও সমাজসেবী হিসাবে সুধা মূর্তির পরিচিতি রয়েছে। সেই সুধা ও নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা বর্তমানে ব্রিটেনের ফার্স্ট লেডি তথা সেদেশের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী। এদিকে, ঋষি সুনাকের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে সদ্য এক মন্তব্যে তাঁর শাশুড়ি সুধা বলেছেন, অক্ষতা মূর্তি ‘তাঁর স্বামী ঋষি সুনাককে ব্রিটেনের প্রধামমন্ত্রী করে তুলেছেন।’ উল্লেখ্য, ব্রিটেনের গদিতে এত কম বয়সে ভারতীয় বংশোদ্ভূত হিসাবে ঋষির অধিষ্ঠান অনেকেরই নজর কেড়েছে। তবে তাঁর শাশুড়ি সুধা মূর্তি বলছেন, এটি সম্ভব করেছেন তাঁর মেয়ে অক্ষতা। সুধা মূর্তির ক্যামেরার সামনে বলা একথার ভিডিয়ো ক্লিপ এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। যে ভিডিয়ো ক্লিপ ছড়িয়েছে তাতে সুধা মূর্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি আমার স্বামীকে ব্যবসায়ী বানিয়েছি, আমার মেয়ে তাঁর স্বামীকে ইউকের প্রধানমন্ত্রী বানিয়েছেন।’ 

( ‘মোদীকে নিয়ে নয়’! ‘বিষধর’ মন্তব্যে বিতর্কের ঝড় উঠতেই ‘দুঃখ প্রকাশ' খাড়গের)

সুধা মূর্তি বলছেন, ‘এর কারণটা হল স্ত্রীয়ের উজ্জ্বলতা। দেখুন কীভাবে একজন স্ত্রী তাঁর স্বামীকে বদলে দিতে পারেন। তবে আমি আমার স্বামীকে বদলে দিতে পারিনি। আমি আমার স্বামীকে ব্যবসায়ী বানিয়েছি। আমার মেয়ে তাঁর স্বামীকে প্রধানমন্ত্রী বানিয়েছেন।' প্রসঙ্গত, অক্ষতাকে ২০০৯ সালে বিয়ে করেন ঋষি সুনাক। পরবর্তীতে ইউকের বুকে রাজনৈতিক সফরে ঋষি সুনাক অগ্রগতির রাস্তায় হাঁটেন। পর পর অগ্রগতি দেখা যায় তাঁর রাজনৈতিক সফরে। এরপর বহু পর্ব কাটিয়ে তিনি বর্তমানে ইউকের প্রধানমন্ত্রী। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

বন্ধ করুন