সারা দেশ আজ তাকিয়ে আছে তাঁর দিকে। কারণ আজ সাধারণ বাজেট। আজকের দিনটিতে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক এক হিসাবে তিনিই। তিনি নির্মলা সীতারামন।
একদিকে দেশের অর্থনীতি যখন এগিয়ে চলেছে, অন্য দিকে তখনই নানা ধরনের প্রতিকূলতার সঙ্গেও লড়াই করতে হচ্ছে। এহেন পরিস্থিতিতে দেশের মানুষের ভবিষ্যৎ এবং বিশ্বের অর্থনৈতিক কাঠামোয় ভারতের পায়ের তলার জমি শক্ত করার অনেকখানি দায়ভার তাঁর হাতে। এহেন অর্থমন্ত্রীর পড়াশোনা কী নিয়ে? এক নজরে দেখে নেওয়া যাক।
(আরও পড়ুন: Budget 2023 LIVE: ডিজিটাল ইন্ডিয়া! ট্যাব হাতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছালেন নির্মলা)
- জন্ম: তামিল আয়েঙ্গার পরিবারে জন্ম নির্মলা সীতারামনের। ১৯৫৯ সালের ১৮ অগস্ট মাদুরাই শহরে জন্ম তাঁর।
- প্রাথমিক পড়াশোনা: মাদ্রাজ এবং তিরুচিরাপল্লীতে প্রাথমিক পড়াশোনা তাঁর। এখানেই নেন স্কুলের পাঠ।
- ব্যাচেলর ইন আর্টস: তিরুচিরাপল্লীতে কলেজ পাশ করেন তিনি। অর্থনীতি নিয়ে বিএ ডিগ্রি পান এই শহরের সীতালক্ষ্মী রামস্বামী কলেজ থেকে।
- মাস্টার অব আর্টস: পরবর্তী ধাপে শেষ করেন মাস্টার অব আর্টস ডিগ্রি। বিষয় অর্থনীতি। এবার পড়াশোনা করেন দেশের অন্যতম নামজাদা বিশ্ববিদ্যালয়ে। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে।
- পরবর্তী শিক্ষা: এর পরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকেই তিনি এমফিল এবং গবেষণার কাজ করেন।
- গবেষণার বিষয়: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তিনি ইন্দো-ইউরোপীয় বাণিজ্য নিয়ে গবেষণার কাজ শুরু করেন। যদিও এই কাজ অসম্পূর্ণ রেখে তিনি লন্ডনে চলে যান। এই সময়ে তাঁর স্বামী লন্ডন স্কুল অব ইকোনমিক্সে গবেষণার সুযোগ পান। তাঁর সঙ্গেই বিদেশ যাত্রা করেন নির্মলা সীতারমন।
(আরও পড়ুন: Union Budget 2023 Expectations: ২০২৪ সালের আগে শেষ পূর্ণ বাজেট পেশ হবে আজ, থাকবে কোনও চমক?)
২০০৬ সালে তিনি ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য হিসাবে কাজ শুরু করেন। ২০১০ সালে তাঁকে পার্টির মুখপাত্রের অনেক খানি দায়িত্ব সামলাতে হয়। এর পরে ২০১৪ সালে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব নেন। পরবর্তী সময়ে ২০১৭ সালে তিনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে। তারও পরে ২০১৯ সালে তাঁকে অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়।