এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পানিপতের নারা গ্রামের আশু। ২৬ বছরের আশু এলাকার সিরিয়াল কিলার হিসাবে সদ্য পরিচিতি পেয়েছে। তার বিরুদ্ধে ৮ ঘণ্টায় ৩ জন বন্ধুকে খুন করার অভিযোগ রয়েছে। জুন মাসের ১১ থেকে ১২ তারিখের মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে ৩ জন বন্ধুকে সে হত্যা করেছে বলে অভিযোগ।
পানিপত থেকে উত্তর প্রদেশে ৬০ কিলোমিটার রাস্তা পেরিয়ে রাত ৮ টা থেকে ভোর ৪ টের মধ্যে খুনগুলি করা হয়েছে বলে খবর। ২৭ বছরের রাকেশ, ২৬ বছরের সোনু ও ২৫ বছর বয়সী মনুর খুনের কিনারা করতে পুলিশ আশুকে সন্দেহ করে। আর তার গ্রেফতারির সূত্রেই এই সিরিয়াল কিলিংয়ের ঘটনা উঠে আসে। এর আগে আশুর বিরুদ্ধে কোনও রকমের অপরাধমূলক অভিযোগ ছিল না। ফলে প্রশ্ন উঠছে পর পর এই হত্যার নেপথ্যে কোন ঘটনা থেকে গিয়েছে? উদয়পুরকাণ্ডে অভিযুক্ত রিয়াজের সঙ্গে বিজেপির সম্পর্ক কি রয়েছে? কী বলছে পার্টি
জানা গিয়েছে, গোটা ঘটনার সূত্রপাত, মদের নেশায় আড্ডা ঘিরে। প্রথমে মোনুর সঙ্গে আশু পানশালায় আড্ডা দিচ্ছিল। তখন বচসার জেরে সে মোনুকে খুন করে। এতে আশুকে সাহায্য করে রাকেশ। পরে সোনু এসে মোনুর খোঁজ করায় রাকেশ ও আশু সমস্ত বলে। পরবর্তীতে রাকেশের ভয় হয়, যদি সোনু কিছু বলে দেন? সেই ভয়ের বশে সে রাকেশের সঙ্গে মিলে সোনুকে খুন করে। দুটি দেহই রাতারাতি লোপাট করে। পরে রাকেশের সঙ্গে পানিপত ছেড়ে হরিদ্বার যাওয়ার পথে সে রাকেশকেও খুন করে বলে জানিয়েছে। ঘটনায় হরিয়ানা ও উত্তরপ্রদেশের একাধিক জায়গায় এফআইআর দায়ের হয়েছে। আশুকে পুলিশ হেফাজতে আপাতত রাখা হয়েছে।