বাংলা নিউজ > ঘরে বাইরে > মন পড়ে পুরনোয়, নয়া কর কাঠামোর আওতায় আনতে দেওয়া হতে পারে বাড়তি সুযোগ

মন পড়ে পুরনোয়, নয়া কর কাঠামোর আওতায় আনতে দেওয়া হতে পারে বাড়তি সুযোগ

২০২০-২১ অর্থবর্ষ থেকে নয়া কর কাঠামো কার্যকর হয়েছে। সেই নয়া কর কাঠামোয় ২.৫ লাখ টাকার নীচে বার্ষিক আয় হলে কর দিতে হয় না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

নয়া কর কাঠামোয় কার্যত কোনও করছাড় (প্রভিডেন্ট ফান্ড, গৃহঋণ, জীবনবিমা, স্বাস্থ্যবিমার মতো বিষয়) পাওয়া যায় না। 

দু'বছর আগেই চালু হয়ে গিয়েছে নয়া কর কাঠামো। কিন্তু তাতে তেমন সাড়া মিলছে না। বরং পুরনো কাঠামোর আওতায় থাকতে চাইছেন অধিকাংশ করদাতা। সেই পরিস্থিতিতে পুরনো কর কাঠামোর পরিবর্তে নয়া কর কাঠামোর আওতায় আসার জন্য করদাতাদের বাড়তি সুযোগ-সুবিধা দিতে পারে কেন্দ্র। দুই আধিকারিককে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে ‘লাইভ মিন্ট’।

নাম গোপন রাখার শর্তে ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ মিন্ট’-এ বিষয়টির সঙ্গে সম্পর্কিত ওই দুই আধিকারিক জানিয়েছেন, আপাতত বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। পুরনো এবং কঠিন কর কাঠামোর পরিবর্তে মানুষ যাতে নয়া কাঠামোর মাধ্যমে আয়কর দেন, সেজন্য বাড়তি সুযোগ-সুবিধা বা ‘ইনসেনটিভ’ দেওয়া হতে পারে।

এমনিতে ২০২০-২১ অর্থবর্ষ থেকে নয়া কর কাঠামো কার্যকর হয়েছে। সেই নয়া কর কাঠামোয় ২.৫ লাখ টাকার নীচে বার্ষিক আয় হলে কর দিতে হয় না। ২.৫ লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকার কম পর্যন্ত দিতে হয় পাঁচ শতাংশ কর। তবে আয়কর রিটার্ন ফাইল করলে সেই করের অর্থ ফিরিয়ে দেওয়া হয়। সেইসঙ্গে পাঁচ লাখ টাকা থেকে ৭.৫ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ, ৭.৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, ১০ লাখ টাকা থেকে ১২.৫ লাখ টাকা পর্যন্ত ২০ শতাংশ, ১৫ লাখ টাকা পর্যন্ত ২৫ শতাংশ এবং ১৫ লাখের বেশি হলে ৩০ শতাংশ হারে কর দিতে হয়। নয়া কর কাঠামোয় কার্যত কোনও করছাড় (প্রভিডেন্ট ফান্ড, গৃহঋণ, জীবনবিমা, স্বাস্থ্যবিমার মতো বিষয়) পাওয়া যায় না। মেলে না হাউজ রেন্ট অ্যালোয়েন্স বাবদ ছাড়ও। যা পুরনো কর কাঠামোয় পাওয়া যায়। তার ফলে যে টাকার কর দিতে হয়, সেটা অনেকটাই কমে যায়। সেই পরিস্থিতিতে নয়া কাঠামোয় করের হার কমানো হলেও (ক্ষেত্রবিশেষে কমেছে) পুরনো কর কাঠামোর আওতায় থাকতেই স্বচ্ছন্দ বোধ করছেন করদাতারা।

কর বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিমার প্রাসঙ্গিকতা বৃদ্ধি, পৃথক সামাজিক সুরক্ষা প্রক্রিয়ার অভাবের মতো বিষয়গুলির জন্য মানুষের মনে নয়া কর কাঠামো তেমন দাগ কাটতে পারেননি। ডেয়লেট ইন্ডিয়ার বিশেষজ্ঞ তপতী ঘোষ বলেন, ‘আমি যতটা বুঝেছি, তাতে নয়া কর কাঠামো তেমন সাড়া পায়নি। সেটার অনেকগুলি কারণ হতে পারে।' তাঁর মতে, কম আয়ের ক্ষেত্রে করের হার কমানো হয়েছে। কিন্তু করছাড়, হাউজ রেন্ট অ্যালোয়েন্স ছাড় না পাওয়ার জন্য (করদাতারা) করের হার কম হওয়ায় কোনও সুবিধা পাচ্ছেন না মানুষ। আবার যাঁদের বার্ষিক আয় আবার ১৫ লাখ টাকার বেশি, তাঁদের তো ৩০ শতাংশ হারেই কর দিতে হচ্ছে।

ঘরে বাইরে খবর

Latest News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ যে স্টেডিয়ামে হবে,তার কাজ এখনও অনেকটাই বাকি,তবু আশাবাদী ICC কাজ দেয়নি দিদি,পেটের টানে মোদীর 'দেশে', মালদায় কী বলছে পরিযায়ীদের পরিবার? ‘রুসলান’-এর প্রিমিয়ারে ভাগ্নির কপালে চুমু খেলেন সলমন, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো রক্তের টান এড়াতে পারলেন না! ক্রুষ্ণার সঙ্গে ঝামেলা ভুলে ভাগ্নির বিয়েতে গোবিন্দা টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন লোকসভা নির্বাচনে VVPAT'র ১০০% ভোট গণনা হবে? রায়দান করে কী জানাল সুপ্রিম কোর্ট বুথের সামনেই সুকান্তকে শুনতে হল ‘গো–ব্যাক’ স্লোগান‌, মেজাজ হারান প্রার্থী ‘বাংলাদেশকে দেখলে লজ্জা পাই’, বলছেন আর্থিক সঙ্কটে বেহাল পাক প্রধানমন্ত্রী বেঙ্গালুরুর 'স্ট্রাইক রেট' যেন বাড়ে, হাফ প্যান্ট পরে ভোটের লাইনে রাহুল দ্রাবিড়

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.