বাংলা নিউজ > ঘরে বাইরে > Train Accident Viral Video: দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে মৃত অন্তত ৩২, দেখুন হাড় হিম করা ভিডিয়ো

Train Accident Viral Video: দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে মৃত অন্তত ৩২, দেখুন হাড় হিম করা ভিডিয়ো

যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ গ্রিসে (AP)

যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ গ্রিসে। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরায় আগুন ধরে যায়। ৩২ জনের মৃত্যুর পাশাপাশি ৮৫ আহত হয়েছেন। ৪০ জনকে ভরতি করা হয়েছে হাসপাতালে। 

যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে গ্রিসে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩২ জন। আহত প্রায় ৮৫ জন। জানা গিয়েছে, দুই ট্রেনের সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয়ে যায় যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি কামরা। আগুন ধরে যায় ট্রেনের কমপক্ষে তিনটি কামরায়। ট্রেনটিতে ৩৫০ জন যাত্রী ছিলেন। ঘটনার পর ২৫০ জন যাত্রীকে উদ্ধার করা হয় কিছুক্ষণের মধ্যেই। যে তিনটি কামরায় আগুন ধরে যায়, সেই কামরায় থাকা যাত্রীদের উদ্ধার করতে অবশ্য সমস্যায় পড়তে হয় উদ্ধারকারী দলকে। বহু মানুষ জ্বলন্ত ট্রেনের কামরা আটকে পড়েছিলেন। এদিকে ট্রেনের বেশ কিছু বগি দুমড়ে মুচড়ে যায়। (আরও পড়ুন: রাশিয়া থেকে ভারতে এল S-400 মিসাইল সিস্টেমের তৃতীয় স্কোয়াড্রন, কোথায় হবে মোতায়েন?)

মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি গ্রিসের টেম্পে শহরের কাছে ঘটে। সংঘর্ষের সময় দুটি ট্রেনই বেশ ভালো গততিতেই যাচ্ছিল। তাই এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। জানা গিয়েছে, পণ্যবাহী ট্রেনটি লারিসা শহর থেকে মধ্য গ্রিসে যাচ্ছিল। এদিকে ২৫০ জনকে উদ্ধার করে পাশের থেসালোনিকি শহরে নিয়ে যাওয়া হয় বাসে করে। আহতদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভরতি করা হয়। সিগন্যালিংয়ের গোলযোগের জেরেই একই লাইনে দুটি ট্রেন চলে আসে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুর্ঘটনাস্থলের বেশ কিছু ছবি ও ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, লাইনচ্যুত হয়ে পড়ে রয়েছে একাধির কামরা। দাউ দাউ করে আগুন জ্বলছে।

সংঘর্ষ হতেই প্যাসেঞ্জার ট্রেনের প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। আগুনও ধরে যায় ট্রেনে। এর জেরে অনেক যাত্রী প্রাণ হারান। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, দমকল বাহিনী আগুন নেভাতে সক্ষম হয়েছে দীর্ঘ প্রচেষ্টার পর। ১৫০ জন দমকলকর্মী ও ২০টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ক্রেন আনা হয়েছে লাইনচ্যুত হয়ে যাওয়া কামরাগুলিকে উদ্ধার করতে। সেনাবাহিনীর কাছেও সাহায্যের আবেদন জানানো হয়।

বন্ধ করুন