বাংলা নিউজ > ঘরে বাইরে > বিহারের জঙ্গলে দেড় ঘণ্টা গুলির লড়াই, এনকাউন্টারে মৃত ২ মাওবাদী,আরও রক্তের দাগ!

বিহারের জঙ্গলে দেড় ঘণ্টা গুলির লড়াই, এনকাউন্টারে মৃত ২ মাওবাদী,আরও রক্তের দাগ!

মাওবাদী দমনে বড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী

সূত্রের খবর, ইউনিফর্ম পরা এক মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি অত্যাধুনিক রাইফেল পাওয়া গিয়েছে।

বিহারের লক্ষ্মীসরাই জেলায় দুই মাওবাদীকে নিকেশ করল সুরক্ষাবাহিনী। বুধবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামেন সুরক্ষা বাহিনীর জওয়ানরা। ঘোঘি-কোদাশির জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল সুরক্ষাবাহিনী। সেই সময়ই এনকাউন্টেরে দুই মাওবাদীকে নিকেশ করা হয়েছে। তবে সুরক্ষাবাহিনীর কেউ এই ঘটনায় মৃত্যু বা জখম হয়নি। এসএসবি ও এসটিএফের জওয়ানরা জঙ্গল ঘিরে ফেলে তল্লাশি চালান।

সূত্রের খবর, ইউনিফর্ম পরা এক মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি অত্যাধুনিক রাইফেল পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে সেটি অতীতে পুলিশের কাছ থেকে লুঠ করেছিল মাওবাদীরা। এসটিএফ জানিয়েছে, জঙ্গলে রক্তের দাগ দেখা গিয়েছে। মনে হচ্ছে আরও মাওবাদী এলাকায় ছিল। তাদের হয় মৃত্যু হয়েছে অথবা জখম হয়েছে। মৃত দুই মাওবাদীর নাম জগদীশ কোড়া ও বীরেন্দ্র কোড়া। একাধিক ঘটনায় তাদেরকে খুঁজছিল পুলিশ।

গোপন সূত্রে সুরক্ষা বাহিনীর কাছে খবর যায়, সিপিআই মাওবাদীদের একটি টিম জঙ্গলে গোপন মিটিংয়ের জন্য জড়ো হচ্ছে। সেই মতো অভিযানে নামে বাহিনী। জঙ্গলের ভেতর ধীরে ধীরে ঢুকতে শুরু করে বাহিনী। তখন মাওবাদীরা গুলি চালানো শুরু করে। পালটা গুলি চালান জওয়ানরা। এদিকে এরপরই দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। মাওবাদীরা ক্রমে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যায়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল( ল অ্যান্ড অর্ডার) সঞ্জয় সিং বলেন, গুলির লড়াই শেষ হওয়ার পরে দুজন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। এসএলআর, পিস্তলও পাওয়া গিয়েছে।

 

বন্ধ করুন
Live Score