বাংলা নিউজ > ঘরে বাইরে > Union Health Ministry on Chinese pneumonia: চিন থেকে কি 'অজানা নিউমোনিয়া' ছড়িয়ে পড়বে ভারতে? মুখ খুলল স্বাস্থ্য মন্ত্রক

Union Health Ministry on Chinese pneumonia: চিন থেকে কি 'অজানা নিউমোনিয়া' ছড়িয়ে পড়বে ভারতে? মুখ খুলল স্বাস্থ্য মন্ত্রক

চিনে অজানা নিউমোনিয়া ছড়িয়ে পড়েছে 

স্বাস্থ্য মন্ত্রক বলেছে, 'এখনও পর্যন্ত যে তথ্য হাতে এসেছে, তার ভিত্তিতে আমরা জানতে পেরেছি, গত কয়েক সপ্তাহে চিনে শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শিশুদের মধ্যে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেশি সংখ্যায় দেখা গিয়েছে। কোনও অস্বাভাবিক প্যাথোজেন ছড়িয়ে পড়ার কোনও লক্ষ্মণ এখনও শনাক্ত করা যায়নি।'

করোনাভাইরাসের প্রকোপ থেকে মুক্তি মিলেছে। তবে সেই কয়েক বছরের ভয়ানক স্মৃতি ভুলে যাননি কেউই। সেই কোভিডের উৎসস্থল হিসেবে চিনকেই চিহ্নিত করা হচ্ছে প্রথম থেকে। এহেন চিনে কোভিডের প্রভাব পুরোপুরি শেষ হয়নি। আর এরই মাঝে নতুন এক রহস্যজনক রোগের প্রকোপ শুরু হয়েছে সেই দেশে। মূলত শিশুরাই অসুস্থ হচ্ছে এতে। ইনফ্লুয়েঞ্জার মতো এই 'অজানা নিউমোনিয়া' ভারতেও ছড়িয়ে পড়বে না তো? এই প্রশ্নের জবাবে বিবৃতি প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল, আপাতত চিনের 'অজানা নিউমোনিয়া' ভারতে ছড়িয়ে পড়ার কোনও লক্ষ্মণ নেই। এছাড়া বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সবরকমের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার। আমরা বিষয়টির ওপর নজর রেখে চলেছি।’

স্বাস্থ্য মন্ত্রক বলেছে, 'এখনও পর্যন্ত যে তথ্য হাতে এসেছে, তার ভিত্তিতে আমরা জানতে পেরেছি, গত কয়েক সপ্তাহে চিনে শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শিশুদের মধ্যে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেশি সংখ্যায় দেখা গিয়েছে। কোনও অস্বাভাবিক প্যাথোজেন বা কোনও অপ্রত্যাশিত ক্লিনিকাল ভাইরাল ছড়িয়ে পড়ার কোনও লক্ষ্মণ এখনও শনাক্ত করা যায়নি।'

রিপোর্ট অনুযায়ী, উত্তর চিনে স্কুল পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে পড়েছে একটি রহস্যজনক রোগ। এই রোগের উপসর্গ কতকটা ইনফ্লুয়েঞ্জার মতো। এদিকে আক্রান্ত শিশুদের নিশ্বাস নিতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। এই 'অজানা নিউমোনিয়া' নিয়ে চিনের কাছ থেকে রিপোর্ট চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি এই রোগ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য পদক্ষেপ করতেও বলা হয়েছে চিনের সরকারকে। এদিকে জানা গিয়েছে, এই রোগের প্রকোপ ছড়িয়ে পড়তেই অনেক স্কুল বন্ধ রাখা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, গত ১২ নভেম্বর একটি সাংবাদিক বৈঠক করে চিনের ন্যাশনাল হেলথ কমিশন সম্ভবত প্রথমবারের মতো বাড়তে থাকা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিল। বেজিং এবং লিয়াওনিংগে হাসপাতালগুলিতে অজানা নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুদের ভিড় উপচে পড়ছে বলে দাবি করেছে তাইওয়ানের সংবাদমাধ্যম।

জানা গিয়েছে, এই অজানা রোগে আক্রান্ত হওয়া শিশুদের জ্বর হচ্ছে, ফুসফুসে সংক্রমণ দেখা দিচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। তবে কাশি হচ্ছে না আক্রান্ত শিশুদের। প্রাপ্তবয়স্কদের মধ্যে সেভাবে ছড়াচ্ছে না এই রোগ। চিনের শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ গত অক্টোবর থেকেই দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এই রোগে এখনও পর্যন্ত কোনও রোগীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসেনি। এদিকে আন্তর্জাতিক সংক্রমণ ও রোগ নজরদারি সংস্থা প্রোমেড গত মঙ্গলবার লাল সতর্কতা জারি করে। এদিকে প্রোমেডের এই সতর্কতা এবং শিশুদের মধ্যে শ্বাসকষ্টজনিত 'অজানা নিউমোনিয়া' রোগটি একই কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিষয়টি নিয়ে চিনের কাছ থেকে রিপোর্ট চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিনের চিকিৎসক এবং গবেষকদের সঙ্গেও যোগাযোগ রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে এই অজানা রোগ নিয়ে চিন গোপনীয়তা বজায় রেখেছে এখনও। এই আবহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট তলবের জবাবে বেজিং কী বলেছে তা স্পষ্ট নয়। এর আগে কোভিডকালে চিনের এই গোপনীয়তা বজায় রাখার সভাবের নিন্দা জানানো হয়েছিল বিশ্ব জুড়ে। এবারও চিন সেই পথেই হাঁটছে।

ঘরে বাইরে খবর

Latest News

শুধু রায়বেরেলি নয়, উত্তরপ্রদেশের একাধিক আসনে এবার দাঁড়াচ্ছেন পরের প্রজন্ম বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে চা গাছ, একধাক্কায় উৎপাদন কমেছে ৫০ লক্ষ কেজি পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি, এবার নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন বিমল, বিনয় চুপিসাড়ে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির অভিযোগ তুলে সরব শুভেন্দু, উড়িয়ে দিল WBSEDCL ক্যালকাটা বয়েজ দখল করে ভোটের কাজ চালাচ্ছেন সুদীপ, নির্বাচন কমিশনে অভিযোগ তাপসের রাণী নয়,এই সুন্দরীকেই মন দিয়েছেন দুর্জয়! প্রেমচর্চা নিয়ে মুখ খুললেন অর্কপ্রভ 'রাহুল গান্ধীকে অত গুরুত্ব দেবেন না,' খোঁচা দিলেন স্মৃতি ইরানি বাড়ি, গাড়ি কিচ্ছু নেই, রাহুল গান্ধীর আয় কত? কতদূর পড়াশোনা, সব আছে হলফনামায় রক্ত দিয়ে লেখেন চিঠি, প্রেম যেন ফুরোয়নি! প্রাক্তন বউ রিনার সঙ্গে অন্তরঙ্গ আমির HD রেভান্না গ্রেফতার, মহিলা অপহরণের মামলা! ছেলের পর এবার বিপাকে পড়লেন বাবা

Latest IPL News

'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের IPL 2024-বিশ্বকাপে ১১ জনেই খেলতে হবে,ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে অখুশি মিচেল স্টার্ক রিঙ্কুর হয়ে ব্যাট ধরলেন পাকিস্তানি তারকা, বললেন হার্দিককে বাদ দেওয়া উচিত ছিল মাপা হচ্ছিল '২৫ কোটির' এককে! আগুনে ইয়র্কারে স্টাম্প উপড়ে হুঙ্কার স্টার্কের IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ বেঙ্কটেশের ভুলে রান-আউট হয়ে ক্ষেপে লাল রাসেল, একটু হলে ভেঙেই ফেলতেন ব্যাট- Video

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.