খুব বাজে খাবারের মান মেসে। এই অভিযোগ জানিয়ে ক্যামেরার সামনে কেঁদে ফেলেন এক পুলিশকর্মী। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ফরিদাবাদে। সেই পুলিশকর্মীর ভিডিয়ো ভাইরাল হতেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হল। একজন সার্কেল অফিসারকে এই তদন্তের দায়িত্বে নিয়োগ করা হয়েছে। তিনি ঘটনার তদন্ত করে এই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেবেন।
এর আগে বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। তাতে দেখা যায়, কনস্টেবল পদমর্যাদার একজন কাঁদছেন। জানা গিয়েছে, যিনি কাঁদছেন, তাঁর নাম মনোজ কুমার। এক হাতে খাবারের থালা নিয়ে তাঁকে প্রতিবাদ জানাতে দেখা যায় ভিডিয়োতে। তাঁকে বলতে শোনা যায়,‘এত বাজে খাবার জানোয়ারও খেতে পারবে না।’
এরপর চোখে জল নিয়েই মেস থেকে বেরিয়ে এসে রিজার্ভ পুলিশ থেকে বেরিয়ে হাইওয়েতে আসেন মনোজ কুমার। তখনও তাঁর হাতে খাবারের তালা। তাঁকে বলতে শোনা যায়, ‘কীভাবে একজন পুলিশকর্মী ঠিক ভাবে না খেয়ে ১২ ঘণ্টা ডিউটি করতে পারে? আমি নিজের বাড়ি থেকে দূরে থাকি। আমার খিদে পায়। কিন্তু এই বাজে মানের রুটি কীভাবে কেউ খাবে?’
আরও পড়ুন: দেশের অর্থনৈতিক ক্ষতি এবং জনকল্যাণের মধ্যে ভারসাম্য আনতে হবে, পর্যবেক্ষণ SC-র
এই ঘটনা সামনে আসতেই আগরা জোনের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অজয় আনন্দ বলেন,‘ফিরোজাবাদের রিজার্ভ পুলিশ লাইনের মেসে খাবারের মান নিয়ে পুলিশ সদস্যের উত্থাপিত অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ আমরা ইউপি পুলিশ কর্মীদের কল্যাণের বিষয়ে উদ্বিগ্ন।’ যদিও জানা গিয়েছে, যে পুলিশকর্মী এই অভিযোগ এনেছেন তাঁর বিরুদ্ধে এর আগে ১৫ বার শৃঙ্খলা ভঙ্গের জন্য পদক্ষেপ করা হয়েছে।