লন্ডন থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার বিমানে অভাবনীয় কাণ্ড। মাঝ আকাশেই বিমান ভাসল জলে। যাত্রীদের মাথার ওপরে থাকা লাগেজ স্টোর থেকে জল পড়তে শুরু করে বিমানে। ঘটনাটির ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই আবহে একটি বিবৃতি প্রকাশ করে ঘটনার জন্যে ক্ষমতাও চেয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। পাশাপাশি এই ঘটনাকে 'অপ্রত্যাশিত' আখ্যা দিয়েছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ জয়েশ নামক একজন ব্যক্তি এই জল পড়ার ভিডিয়োটি পোস্ট করেছিলেন। উক্ত ব্যক্তির এক্স হ্যান্ডেল - baldwhiner। (আরও পড়ুন: ডিসেম্বর থেকে ৪ মাস বাংলা থেকে ছুটবে না বহু এক্সপ্রেস,দেখুন বাতিল ট্রেনের তালিকা)
আরও পড়ুন: আসন্ন ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথের মিলল আভাস, বাংলার কোন ৪ জেলায় হবে বৃষ্টি?
জয়েশের পোস্ট করা ভিডিয়োতেই দেখা যায়, যাত্রীদের মাথার ওপরে থাকা লাগেজ স্টোরের প্যানেল ফাঁক দিয়ে জল পড়ছে নীচে কেবিনে। বেশ কিছু আসন এতে ভিজে যায়। এই আবহে সোশ্যাল মিডিয়া পোস্টের ক্যাপশনে জয়েশ লেখেন, 'এয়ার ইন্ডিয়া বলছে... আসুন আমাদের সঙ্গে উড়ুন। এটা শুধু একটা উড়ান নয়। এটা ভাসমান অভিজ্ঞতা।' জানা গিয়েছে, ঘটনাটি গত ২৪ নভেম্বর ঘটে। এই নিয়ে টাটা সন্সের মালিকানাধীন উড়ান সংস্থাটি ক্ষমা প্রার্থনা জানায়। (আরও পড়ুন: সপ্তম বেতন কমিশন নিয়ে হাই কোর্টের নির্দেশ স্থগিতাদেশ, বকেয়ার কী হবে এবার?)
আরও পড়ুন: সবুরে মেওয়া ফলে, এই মাসেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হবে ৪৬ শতাংশ?
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে বলে, ২৪ নভেম্বর গ্যাটউইক থেকে অমৃতসরের উদ্দেশ্যে উড়ে যাওয়া ফ্লাইট AI169-এর 'কেবিনের ভিতরে একটি বিরল ঘটনা ঘটেছে। 'কনডেনসেশন অ্যাডজাস্টমেন্ট' বা ঘনীভূত সমন্বয়ের এই ঘটনার জেরেই কেবিলে জল পড়ে।' এয়ারলাইনটি বলে, যে আসনে জল পড়ে এবং তা ভিজে যায়, সেখান থেকে যাত্রীদের তুলে নিয়ে অন্য খালি আসনে স্থানান্তরিত করেন বিনামকর্মীপা। পরে ক্রুরা এই পরিস্থিতি বিবেচনা করে যাত্রীদের যত্রা আরও আরামদায়ক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেন। এয়ার ইন্ডিয়া নিজেদের বিবৃতিতে বলে, 'আমাদের বিমানে ওড়া অতিথিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এয়ার ইন্ডিয়া। আমরা এই অপ্রত্যাশিত ঘটনার জন্য দুঃখিত।'