ভারতীয় ক্রিকেটারদের প্রেম-কাহিনী কম বেশি সকলেরই জানা। তবে অনেকেই হয়তো জানেন না, ভারতের এমন অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা তাঁদের স্ত্রীদের চেয়ে বয়সে ছোট। তবে প্রেমে এ সব কোনও বাধাই নয়। জানেন, ভারতের কোন ক্রিকেটাররা তাদের স্ত্রীদের চেয়ে বয়সে ছোট ?
1/6মাস্টারব্লাস্টার প্রেমে পড়েছিলেন এক সরল সিধে পড়াকু মেয়ের। সেই ডাক্তার মেয়েটিই পরবর্তীতে তাঁর জীবনসঙ্গিনী হয়। আপনাদের জানিয়ে রাখি, সচিন এবং অঞ্জলি তেন্ডুলকরের মধ্যে কিন্তু ৬ বছরের তফাৎ। তবে ভালোবাসায় এটা বোধহয় কোনও বাধাই নয়।
2/6বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার ভালোবাসার গল্প কারও কাছেই অজানা নয়। তাদের প্রেম, বিয়ে, মেয়ে ভামিকা- সবটা নিয়েই জোর চর্চা চলে। কিন্তু আপনারা কি জানেন, কোহলির চেয়ে অনুষ্কা ছয় মাসের বড়।
3/6জসপ্রীত বুমরাহের সঙ্গে সঞ্জনার আলাপ ক্রিকেট সূত্রেই। সঞ্জনা একজন নামী সঞ্চালক। এক সাক্ষাৎকার নেওয়ার মধ্যে দিয়েই প্রথম দেখা বুমরাহ এবং সঞ্জনার। প্রথম দেখাতেই নাকি একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন। যাইহোক তাঁদের সেই প্রেম বিয়েতে পরিণতি পায়। অনেকেই হয়তো জানেন না, বুমরাহের চেয়ে সঞ্জনা সাত মাসের বড়।
4/6হার্দিক পান্ডিয়া আর নাতাশার প্রেমের গল্পটা হঠাৎ করেই শোনা গিয়েছিল। তাঁরা বাগদান সারার কিছু দিনের মধ্যেই জানা যায়, মা হতে চলেছেন নাতাশা। এবং নক ডাউনের মধ্যে হঠাৎ করেই তাঁরা বিয়ে সেরে ফেলেন। নাতাশা কিন্তু হার্দিকের চেয়ে এক বছর সাত মাসের বড়।
5/6ছেলেবেলার বান্ধবী প্রিয়াঙ্কাকেই বিয়ে করেন সুরেশ রায়না। তবে বিয়েটা বাড়ির মতেই দু'জনে করেছিলেন বলে দাবি রায়না আর প্রিয়াঙ্কার। যাইহোক সেই বান্ধবীর সঙ্গেই এখন সুখি দাম্পত্য সুরেশ রায়নার। বাড়ির মতে বিয়ে ঠিক হলেও কিন্তু প্রিয়াঙ্কা ৫ মাস ৯ দিনের বড় রায়নার চেয়ে।
6/6বেঙ্গালুরুতে একই কলেজে পড়তেন রবিন উত্থাপ্পা এবং শীতল গৌতম। শীতল ছিলেন রবিনের সিনিয়র। শীতল খেলতেন টেনিস আর রবিন খেলতেন ক্রিকেট। ৪ বছরের বড় কলেজের সিনিয়র মেয়েটির প্রেমে পড়ে যান রবিন। পরবর্তীতে তাঁরা বিয়ে করেন। তাঁরা এখন ২ সন্তান নিয়ে সুখী পরিবার।