মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে, শনিবার তা ‘সেঞ্চুরি’ করবে। আর সেদিনই মহামিছিলের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেই মিছিলের আগেই অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তাঁরা। কী বললেন, তা দেখে নিন -
1/5শনিবার মহামিছিলের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়ে হরিশ মুখার্জি রোড দিয়ে সেই মিছিল যাবে। তারপরই হুঁশিয়ারি দিলেন মহার্ঘ ভাতা (ডিএ) আন্দোলনকারীরা। তাঁরা দাবি করলেন, গত ৩০ মার্চ শহিদ মিনারে যে জমায়েত হয়েছিল, সেটাও ছাপিয়ে যাবে শনিবারের মহামিছিল। (ছবি সৌজন্যে ফেসবুক)
2/5রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘৩০ তারিখে (গত ৩০ মার্চ শহিদ মিনারে যে যা জমায়েত হয়েছিল, সেটার থেকে বেশি জমায়েত হবে হাজরা মোড়ে (শনিবার ডিএ নিয়ে মহামিছিল)।’ (ছবি সৌজন্যে ফেসবুক)
3/5যৌথ মঞ্চের আহ্বায়ক দাবি করেন, আলোচনার মাধ্যমে ডিএ জট কাটানোর চেষ্টা করা হয়েছিল। নবান্নের ১৩ তলায় গিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাও মুখ্যমন্ত্রী দেখা করেননি। সেজন্য ৬ মে'র মিছিল মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে দিয়ে করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শেষমুহূর্তে মুখ্যমন্ত্রী জেলা সফরে চলে গিয়েছেন। (ছবি সৌজন্যে ফেসবুক)
4/5সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক বলেন, ‘আমরা একটা জিনিস জানি, আগামী ৬ তারিখ মিছিল শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্তে উনি মোবাইলে চোখ রাখবেন। আমাদের চোখের বাইরে করার মতো ক্ষমতা ওঁনার (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) আর নেই।’ (ছবি সৌজন্যে ফেসবুক)
5/5শনিবার যে মহামিছিল হবে, সেটার জন্য সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন যে দুপুর একটা থেকে বিকেল চারটের মধ্যে মিছিল করতে হবে। মিছিল থেকে কোনও উস্কানিমূলক বা প্ররোচনামূলক মন্তব্য করা যাবে না। (ছবি সৌজন্যে ফেসবুক)