মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) নিয়ে আরও সুর চড়ালেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। যাঁরা আগামিকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়া দিয়ে মহামিছিল করতে চলেছেন। সেইসঙ্গে ডিএ নিয়ে বড়সড় হুঁশিয়ারি দেওয়া হল।
1/5কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ) না দিলে বা রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে লড়াই করে তৃণমূল কংগ্রেসের সরকার টিকে থাকবে না। ঠাঁই পাবে ইতিহাসের পাতায়। এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। তাঁদের বক্তব্য, তৃণমূল সরকারের ভবিষ্যৎ কী হবে, সেটা নির্ধারণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়রা। (ছবি সৌজন্যে ফেসবুক)
2/5রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘এই রাজ্যে যাঁর নির্দেশ ছাড়া গাছের একটি পাতাও পড়ে না, সেই মাননীয়াকে (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ঠিক করতে হবে যে কর্মচারীদের বন্ধু হয়ে সরকার চালাবেন নাকি সরকারি কর্মচারীরা আপনার শত্রুভাবাপন্ন হয়ে কাজ করবেন।’ (ছবি সৌজন্যে ফেসবুক)
3/5সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক আরও বলেন, ‘একটা ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে যাই, আজ পর্যন্ত স্বাধীন ভারতে কোনও রাজ্য সরকার বা কোনও কেন্দ্রীয় সরকার কর্মচারীদের সঙ্গে লড়াই করে টিকে থাকেনি। সেই সরকারের স্থান হয়েছে ইতিহাসের পাতায়। এবার ইতিহাসের পাতায় আপনি ও আপনার সরকার তাড়াতাড়ি লেখাবেন নাকি সেই প্রক্রিয়াটা বিলম্বিত হবে, সেটা ঠিক করার দায়িত্ব আপনাদের। সেটা সরকারকে ঠিক করতে হবে।’ (ছবি সৌজন্যে ফেসবুক)
4/5বৃহস্পতিবার খাদ্যভবনের সামনে প্রতিবাদের সময় সেই হুঁশিয়ারি দেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। তিনি দাবি করেন, ডিএ আন্দোলনের কারণে সরকারি কর্মচারীদের শাস্তিমূলক বদলি করে দিয়েছে রাজ্য সরকার। যে দেবু সিনহা এবং সৌমেন্দ্রনারায়ণ বসু ডিএ আন্দোলনে সামিল হয়েছেন, তাঁদের শাস্তিমূলক বদলির কোপে পড়তে হয়েছে। সেই অর্ডার প্রত্যাহার করা না হলে রাজ্য সরকারকে ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। (ছবি সৌজন্যে ফেসবুক)
5/5এমনিতে আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ হারে ডিএ পান। তাও এবারের মার্চ থেকে তিন শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৪২ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের দাবি, বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সর্বভারতীয় মূল্যসূচক মেনে তথা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। (ছবি সৌজন্যে ফেসবুক)