এখনও পর্যন্ত ডিএ আন্দোলনের মঞ্চে গিয়ে বিজেপি, কংগ্রেস, সিপিএম নেতারা সমর্থন জানিয়ে এসেছেন। বাম মনোভাবাপন্ন কো-অর্ডিনেশন কমিটি মিছিল করেছে। তবে প্রধান বিরোধী দল বিজেপি বা বিজেপির সংগঠন দলীয় প্রতীক নিয়ে সরাসরি ডিএ আন্দোলনে নামেনি। তবে এবার তা বদলাতে চলেছে।
1/5ডিএ আন্দোলনের শুরু থেকেই শাসকদল তৃণমূল কংগ্রেস বলে এসেছে যে এই আন্দোলন আদতে বাম-বিজেপির যৌথ 'চক্রান্ত'। ওদিকে বিরোধী নেতারা সরকারি কর্মীদের ডিএ-র দাবিকে সমর্থন জানিয়ে সরকারের বিরুদ্ধে সরবও হয়েছেন। তবে সরাসরি বিজেপি বা পদ্ম শিবিরের সমর্থিত সংগঠন আন্দোলনে নামেনি। অবশ্য বাম মনোভাবাপন্ন কো-অর্ডিনেশন কমিটি এই আন্দোলনে প্রথম থেকেই সামিল। (PTI)
2/5ডিএ আন্দোলনকে হাতিয়ার করে রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল অবলম্বন করেছে বিজেপি। এই আবহে মঙ্গলবার দুপুর ১টায় কেন্দ্রের সমহারে মহার্ঘ ভাতা সহ সাত দফা দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে বিজেপির শিক্ষক সংগঠন। এদিকে এই অভিযানে অন্যান্য শিক্ষ সংগঠনের সদস্যদেরও আহ্বান জানানো হয়েছে। (PTI)
3/5বিজেপির টিচার্স সেলের দাবি, অবিলম্বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমহারে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে রাজ্য সরকারকে। এছাড়াও স্কুল, কলেজের শূন্যপদে অবিলম্বে স্বচ্ছ নিয়োগের দাবিও জানানো হয়েছে টিচার্স সেলের তরফে। এদিকে শিক্ষকদের স্বাস্থ্য সাথীর মাধ্যমে পরিষেবা দেওয়া হয়। এর জন্য তাদের বেতন থেকে টাকাও কেটে নেওয়া হয়। এই পদ্ধতি বদলে অন্যান্য সরকারি কর্মীদের মতো শিক্ষদেরও ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’- এ অন্তর্ভুক্ত করার দাবি তুলেছে গেরুয়া সংগঠন। (PTI)
4/5এদিকে বিজেপির শিক্ষক সংগঠন তৃণমূল কংগ্রেসের সরকারের কাছে অবিলম্বে সমহারে ডিএ চাইলেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কয়েকদিন আগেই জানিয়েছিলেন, ক্ষমতায় এলে ১০ বছরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ঘাটতি পূরণ করবে বিজেপি সরকার। এই আবহে বিজেপি সাংসদের প্রতিশ্রুতি এবং শিক্ষক সংগঠনের দাবির মধ্যে সামঞ্জস্যের অভাব রয়েছে। যদি তৃণমূল সরকারের থেকে বিজেপি সমর্থিত সংগঠন অবিলম্বে সমহারে ডিএ চায়, তাহলে কি বিজেপি সরকার গঠন করলেও এই দাবি একই থাকবে? (PTI)
5/5এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনের নেতৃত্বে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে অধিকাংশই শিক্ষক। এই আবহে বিজেপির শিক্ষক সংগঠনের রাজ্য আহ্বায়ক অসিতকুমার মণ্ডল জানান, অন্য শিক্ষক সংগঠনগুলির সঙ্গে সংঘবদ্ধ ভাবে রাজ্য সরকারের কাছে নিজেদের দাবি পৌঁছে দিতেই মঙ্গলবারের এই অভিযান। (PTI)