২২ অক্টোবর সকাল ১১ টা নাগাদ একটি ব্রিজের নির্মাণ শেষ করে ফেলেছে সেনা। ফলে দুর্গাষ্টমীতেই এই ব্রিজের ফলে ফের সংযুক্ত হয়েছে তিস্তা নদীর ওপরের দুই দিক।
1/5 সিকিমের ভয়াবহ হড়পা বানে ভেসে গিয়েছিল উত্তর সিকমের বেইলি ব্রিজ। ১৮ দিনের মধ্যে সেই ব্রিজকে ফের গড়ে ফেলল ভারতীয় সেনা। এই কাজে ভারতীয় সেনাকে সাহায্য করেছেন স্থানীয়রা। এদিকে, স্থানীয় প্রশাসন চাইছে উত্তর সিকিমের চুংথাং ও মঙ্গনের মধ্যে একটি বিকল্প পথ তৈরি করতে। (ANI Photo)
3/5 সেনার তরফে জানানো হয়েছে, ২২ অক্টোবর সকাল ১১ টা নাগাদ একটি ব্রিজের নির্মাণ শেষ করে ফেলেছে সেনা। ফলে দুর্গাষ্টমীতেই এই ব্রিজের ফলে ফের সংযুক্ত হয়েছে তিস্তা নদীর ওপরের দুই দিক। এই তথ্য জানিয়েছেন, সেনার লেফ্টন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত। উল্লেখ্য, গত ৪ অক্টোবর থেকে উত্তর সিকিমের একটি বড় অংশের সঙ্গে অপর অংশের সংযোগ বিচ্ছিন্ন হয় ওই হড়পা বানের জন্য। India Army/Handout via REUTERS/File Photo
4/5 সেনার তরফে বলা হচ্ছে, ‘ তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে, চুংথাং এবং সানক্লাং-মানগান ক্রসিং-এ ফুট ব্রিজ এবং জিপ লাইন তৈরি করা হয়েছিল। এরফলে মানুষ যাতায়াত করতে পারছেন, সঙ্গে আবশ্যিক জিনিসপত্রের সরবরাহও করা যাচ্ছে।’ . (ANI Photo)
5/5 প্রসঙ্গত, গত ৪ অক্টোবর হড়পা বানে বিপর্যস্ত হয় সিকিম। প্রবল বৃষ্টির সঙ্গে হড়পা বান বহু জলাশয়ে জলের স্তর বাড়িয়ে দেয়। ফলে তা উপচে পড়তে থাকে। এর ফলে ফুঁসে ওঠে তিস্তা। জলস্তর বাড়তেই পাড়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়। সেনা ছাউনি থেকে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ বিপর্যস্ত হয়। এনএইচ১০ সমেত ক্ষতির মুখে পড়ে বহু গুরুত্বপূর্ণ রাস্তা। . (PTI Photo) (PTI10_22_2023_000294B)