বাংলা নিউজ >
ছবিঘর >
Amazon Prime Day 2022: অফারে ভরিয়ে দেবে আমাজন! কবে থেকে শুরু?
Amazon Prime Day 2022: অফারে ভরিয়ে দেবে আমাজন! কবে থেকে শুরু?
Updated: 21 Jul 2022, 11:25 PM IST
Soumick Majumdar
Amazon Prime Day Sale: ২০২২ সালে, আমাজনের সবচেয়ে আকর্ষণীয় সেল হতে চলেছে এটি। জেনে নিন কবে থেকে শুরু হবে।
1/5অ্যামাজন প্রাইম ডে ২০২২ সেল: ইলেকট্রনিক্স আইটেমে ভাল অফার খুঁজছেন? সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে সুখবর। চলতি সপ্তাহেই আমাজন তার বার্ষিক প্রাইম ডে সেল আনছে। আর তাতে পেয়ে যাবেন লোভনীয় সব অফার। ছবি: আমাজন (Amazon)
2/5আগামী ২৩ জুলাই থেকে আমাজন প্রাইম ডে ২০২২ সেল শুরু হচ্ছে। ছবি: আমাজন (Amazon)
3/5সেল চলাকালীন, অ্যামাজনে স্মার্টফোন, আমাজন ডিভাইস, টিভি এবং অন্যান্য ইলেকট্রনিক্স আইটেমগুলিতে বড়সড় ছাড় পাবেন। ছবি: আমাজন (Amazon)
4/5সেল ২ দিন চলবে। এক্ষেত্রে উল্লেখ্য, প্রাইম সদস্যদের অনেক বেশি অফার দেওয়া হবে। ফাইল ছবি : রয়টার্স (Amazon)
5/5আমাজন প্রাইম মেম্বারদের বেশি দ্রুত সেল শুরু হয়। তার পাশাপাশি ফ্রি শিপিং, অতিরিক্ত ডিসকাউন্ট, অতিরিক্ত অফার মেলে। ফাইল ছবি : রয়টার্স (Amazon)
অন্য গ্যালারিগুলি