মুম্বইয়ে নতুন বাড়ি কিনেছেন অঙ্কিতা-ভিকি। স্পপ্নের মতো নতুন বাড়িকে সাজিয়ে তুলেছেন। দেখুন অন্দরের ছবি-
1/11সদ্য মুম্বইয়ে নতুন বাড়ি কিনেছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর স্বামী ভিকি জৈন। বাড়িতে প্রবেশের পর থেকে অঙ্কিতা প্রতিদিন নতুন বাড়ির ছবি শেয়ার করছেন।
2/11বাড়ির বেডরুমে বসে ছবি শেয়ার করেছেন অঙ্কিতা-ভিকি।
3/11মুম্বইয়ের পশ এলাকায় ফ্ল্যাট কিনেছেন তাঁরা। দম্পতির গৃহপ্রবেশের দিনের ছবি।
4/11বিয়ের পর অঙ্কিতা লোখান্ডে নতুন ফ্ল্যাটের ইন্টেরিয়র দ্রুত সম্পন্ন করেন। বছরের শুরুতে, অঙ্কিতা লোখান্ডে নতুন বাড়ি কেনার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, অভ্যন্তরীণ সজ্জার কাজ পুরোদমে চলছে।
5/11অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন বাড়ির প্রধান গেটের সামনে দাঁড়িয়ে। বাড়ির সামনেও অনেকটা ফাঁকা জায়গা আছে।
6/11এই ছবিতে অঙ্কিতা তাঁর নতুন ফ্ল্যাটের লিভিং রুমে দাঁড়িয়ে তোলা। লিভিং এরিয়া স্পেস বেশ বড়।
7/11অঙ্কিতা লোখান্ডে বাড়িতে এমন একটি কোণা তৈরি করেছেন যেখানে তিনি কারও সঙ্গে মুখোমুখি বসে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে পারবেন। এমনই এক কোণ ছিল তাঁর পুরনো বাড়িতেও।
8/11অঙ্কিতা লোখান্ডের নতুন বাড়ি অন্দরসজ্জায় অনেক সময় লেগেছে। ছবি দেখে বলা যেতেই পারে, কঠোর পরিশ্রম সত্যিই ফল দিয়েছে।
9/11আধুনিক সরঞ্জাম এবং আসবাপত্র দিয়ে বাড়ির রান্নাঘর সাজিয়েছেন অঙ্কিতা।
10/11বাড়ির প্রবেশ দ্বারের রঙ সাদা রেখেছেন।
11/11অঙ্কিতা লোখান্ডে লিভিং এরিয়াতে ইনডোর প্ল্যান্ট রেখেছেন। এছাড়াও প্রচুর লাইট দিয়ে সাজিয়েছেন।