শুক্রবার ভারতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন অ্যান্টনি ব্লিককেন। সেই ছবি তিনি টুইটও করেন। তাঁদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি অ্যান্টনি ব্লিনকেনকে দেখা যায় তিনি দিল্লিতে অটোরিক্সা থেকে নামছেন। তিনি এক পোস্টে মার্কিন কনস্যুলেটের কর্মীদের প্রতি ধন্যবাদ জানান, যাঁরা ভারতের বিভিন্ন শহরে উপস্থিত থেকে দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করছেন বলে তাঁর দাবি।
1/5জি ২০ এর সভাপতিত্ব ঘিরে ভারতে জোর তোড়জোড়। এদিকে, শুক্রবার ছিল ‘রাইসিনা ডায়ালগ’ এর আয়োজন। কোয়াডভূক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সমারোহে এদিন আলোচনা চলে দিল্লিতে। এদিকে, তারই মাঝে দিল্লির রাস্তায় এক চমকপ্রদ ছবি উঠে আসে মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেনকে ঘিরে। (ANI Photo)
2/5এদিকে, শুক্রবার ভারতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন অ্যান্টনি ব্লিককেন। সেই ছবি তিনি টুইটও করেন। তাঁদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি অ্যান্টনি ব্লিনকেনকে দেখা যায় তিনি দিল্লিতে অটোরিক্সা থেকে নামছেন। তিনি এক পোস্টে মার্কিন কনস্যুলেটের কর্মীদের প্রতি ধন্যবাদ জানান, যাঁরা ভারতের বিভিন্ন শহরে উপস্থিত থেকে দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করছেন বলে তাঁর দাবি।
3/5অ্যান্টনি ব্লিনকেনের এক পোস্ট করা ছবিতে দেখা যায়, তিনি অটোরিক্সা থেকে নামছেন। আর মার্কিন সেক্রেটারি অফ স্টেটের এই ছবি জি-২০ অনুষ্ঠানের এর আবহে কার্যত ভাইরাল হয়। ব্লিনকেন লেখেন,'ভারতের আতিথেয়তা এবং নেতৃত্বের জন্য কৃতজ্ঞ। তাদের জি২০ সভাপতিত্বে উচ্চাভিলাষী এজেন্ডায় অংশিদার হতে প্রস্তুত।'
4/5ব্লিনকেন এদিনের নানান ছবি পোস্ট করে লেখেন, ভারত ও মার্কিন সম্পর্ক ‘ফলাফলধর্মী’। তিনি লেখেন, ‘আমার সফর (ভারত) তুলে ধরে আমাদের অংসিদারিত্বের ক্ষমতাকে, এবং পোক্ত প্রতিশ্রুতিকে মেলে ধরে যা ইন্দো পেসিফিক এলাকাকে নিরাপত্তা দিতে তৈরি হয়েছে। ’
5/5উল্লেখ্য, শুক্রবার কোয়াডভূক্ত দেশের বিদেশমন্ত্রীদের একটি বিশেষ বৈঠক হয় দিল্লিতে। উপস্থিত ছিলেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ব্লিনকেন ছাড়াও এই বৈঠকে ছিলেন জাপানের বিদেশমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, অস্ট্রেলিয়ার পেনি ওং। এই বৈঠকে ইন্দো পেসিফিক এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।