বাংলা নিউজ > ছবিঘর > Antony Blinken In Auto: দিল্লিতে অটোরিক্সায় অ্যান্টনি ব্লিনকেন! হাইভোল্টেজ বৈঠকের দিন উঠে এল কী কী ছবি?

Antony Blinken In Auto: দিল্লিতে অটোরিক্সায় অ্যান্টনি ব্লিনকেন! হাইভোল্টেজ বৈঠকের দিন উঠে এল কী কী ছবি?

শুক্রবার ভারতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন অ্যান্টনি ব্লিককেন। সেই ছবি তিনি টুইটও করেন। তাঁদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি অ্যান্টনি ব্লিনকেনকে দেখা যায় তিনি দিল্লিতে অটোরিক্সা থেকে নামছেন। তিনি এক পোস্টে মার্কিন কনস্যুলেটের কর্মীদের প্রতি ধন্যবাদ জানান, যাঁরা ভারতের বিভিন্ন শহরে উপস্থিত থেকে দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করছেন বলে তাঁর দাবি।

অন্য গ্যালারিগুলি