WhatsApp-এ ভয়েস মেসেজ পান? নতুন আপডেটের বিষয়ে জানেন?
Updated: 21 Feb 2022, 10:09 AM IST
Soumick Majumdar
স্ক্রিনের উপরের অংশে ভয়েস মেসেজটি পজ, প্লে করার অপশন থাকবে।
1/5ভয়েস মেসেজ সংক্রান্ত নয়া আপডেট আনল হোয়াটসঅ্যাপ। ছবিটি প্রতীকী, সৌজন্য : রয়টার্স (HT Bangla)2/5iOS 22.4.75 ভার্সানে এসেছে নয়া আপডেট। ভয়েস মেসেজ এবার চ্যাটের বাইরেও চলবে। কীরকম? ফাইল ছবি : রয়টার্স (HT Bangla)3/5ধরুন নির্দিষ্ট কোনও চ্যাটবক্সে ভয়েস মেসেজ চালিয়েছেন। এবার সেটা পজ না করেই ব্যাক করে বেরিয়ে গেলেন। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)4/5এমনটা করলেও এবার ভয়েস মেসেজটি চলতে থাকবে। সেই সঙ্গে স্ক্রিনের উপরের অংশে ভয়েস মেসেজটি পজ, প্লে করার অপশন থাকবে। ফাইল ছবি : রয়টার্স (HT Bangla)5/5শীঘ্রই অ্যান্ড্রয়েডেও এই আপডেট আসতে পারে। প্রতীকী ছবি : পিটিআই (HT Bangla) অন্য গ্যালারিগুলি