বাস্তুশাস্ত্র মতে বলা হয়, ঠাকুরঘরে ছোট্ট একটা ঘণ্টা রাখলেই তা খুবই উপকারি ফল দান করে। বহু বাস্তুশাস্ত্র বিদের মতে এতে গৃহস্থে নানান ধরনের সুখ শান্তি লাভ হয়। দেখে নেওয়া যাক ঠাকুর ঘরে ঘণ্টা রাখলে কী কী উপকার মেলে।
1/5বাস্তুশাস্ত্র মেনে একাধিক ক্ষেত্রে জীবনে সুখ শান্তির পাশাপাশি আর্থিক ভাগ্যও তুঙ্গে রাখার আচার পালিত হয়। বহু সময়েই বাস্তু বিধি মেনে ঠাকুরঘর সাজানো হয়। বলা হয়, সঠিক নিয়ম ও দিশা মেনে ঠাকুরঘর সাজালে তা গৃহস্থে নানান রকমের উপকার দেয়। দেখে নেওয়া যাক ঠাকুর ঘর সাজানো নিয়ে বাস্তুশাস্ত্র মতে কিছু টিপস। (ছবি-ইনস্টাগ্রাম)
2/5বাস্তুশাস্ত্র মতে বলা হয়, ঠাকুরঘরে ছোট্ট একটা ঘণ্টা রাখলেই তা খুবই উপকারি ফল দান করে। বহু বাস্তুশাস্ত্র বিদের মতে এতে গৃহস্থে নানান ধরনের সুখ শান্তি লাভ হয়। দেখে নেওয়া যাক ঠাকুর ঘরে ঘণ্টা রাখলে কী কী উপকার মেলে।
3/5ঠাকুরঘরে ঘণ্টা রাখার উপকারিতা- ঠাকুরঘরে ঘণ্টা রাখলে তাতে নানান ধরনের উপকার হয়। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, বাড়িতে ঘণ্টা থাকলে তা ববু ধরনের নেতিবাচক শক্তিকে বাড়িতে দূর করে। এতে সংসারে আসে শান্তি। বৃদ্ধি পায় সুখ ও সমৃদ্ধি।
4/5ঠাকুরঘরে কী কী রাখবেন না- বলা হচ্ছে, ঠাকুরঘরে কোনও মতেই ভাঙা জিনিস রাখা ঠিক নয়। বাস্তুমতে এতে সংসারে নেতিবাচক শক্তি প্রবেশ করে। এছাড়াও ভাঙা বেদীতে ঠাকুরের অধিষ্ঠান করানো ঠিক নয়। একই দেবতা বা দেবীর একাধিক মূর্তি একই বেদীতে রাখা ঠিক নয়। এমনকি ধর্মীয় বই ছিঁড়ে গেলে তা বাতিল করে নতুন বই রাখা ভালো।
5/5শাঁখ কীভাবে রাখবেন- বাড়িতে দুটি শাঁখ থাকলে তা কাছাকাছি রাখা ঠিক নয়। শাঁখ কখনওই মাটিতে রাখবেন না। এছাড়াও যে শাঁখ বাজানো হয়, তাতে জল দিয়ে পুজো করা ঠিক নয়। বলা হচ্ছে, বাড়িতে জলশঙ্খ থাকলে তাতে রোজ গঙ্গাজল অর্পণ করা ঠিক। শাঁখকে কখনওই শিবলিঙ্গের চেয়ে উঁচুস্থানে রাখা সঠিক নয়। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)