HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ছবিঘর > BAN vs ENG World Cup 2023: ছক্কায় ছারখার করলেন মইন, হার নাজমুলদের, ছবির অ্যালবামে গুয়াহাটির বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই

BAN vs ENG World Cup 2023: ছক্কায় ছারখার করলেন মইন, হার নাজমুলদের, ছবির অ্যালবামে গুয়াহাটির বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই

Bangladesh vs England ICC Men's Cricket World Cup Warm-Up Match Live Updates: বিশ্বকাপের আগে সোমবার অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে সম্মুখসমরে নামে বাংলাদেশ-ইংল্যান্ড। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের এই লড়াইয়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলিতে চোখ রাখুন।

1/23 বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৩-এর প্রস্তুতি ম্যাচে টস হারে ইংল্যান্ড। টস জিতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে নামা নাজমুল হোসেন শান্ত শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, গুয়াহাটিতে রান তাড়া করবে জোস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড। ছবি- ইসিবি টুইটার।
2/23 বাংলাদেশের স্কোয়াড: শাকিব আল হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান শাকিব। ছবি- পিটিআই।
3/23 ইংল্যান্ডের স্কোয়াড: জনি বোয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জোস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, হ্যারি ব্রুক, স্যাম কারান, ডেভিড উইলি, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, গাস অ্যাটকিনসন ও রিস টপলি। ছবি- পিটিআই।
4/23 বিশ্বকাপের আগে বাংলাদেশ তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে দেয়। ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। বিশ্বকাপ অভিযান শুরুর আগে উভয় দলের এটিই শেষ অনুশীলন ম্যাচ। বাংলাদেশ ৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড মাঠে নামবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ছবি- আইসিসি টুইটার।
5/23 তানজিদ হাসানকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন লিটন দাস। যদিও বাংলাদেশকে শক্ত ভিতে বসিয়ে দিতে পারেনি তাদের ওপেনিং জুটি। ২.১ ওভারে রিস টপলির বলে বাটলারের দস্তানায় ধরা দেন লিটন। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৫ রান করেন তিনি। বাংলাদেশ দলগত ১৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাজমুল হোসেন সান্ত। ছবি- এপি।
6/23 ৪.৬ ওভারে রিস টপলির বলে অ্যাটকিনসনের হাতে ধরা পড়েন নাজমুল হোসেন শান্ত। ১১ বলে ২ রান করেন তিনি। বাংলাদেশ দলগত ২৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ। ছবি- গেটি।
7/23 নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেন তানজিদ হাসান। ১৫.২ ওভারে মার্ক উডের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন তানজিদ। বাংলাদেশ দলগত ৭৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম। ছবি- পিটিআই।
8/23 ২০.৪ ওভারে আদিল রশিদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ৮ রান করেন তিনি। বাংলাদেশ দলগত ১০৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাহমুদুল্লাহ। ছবি- এপি।
9/23 ৭টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মেহেদি হাসান মিরাজ। ২৫.৪ ওভারে লিভিংস্টোনের বলে চার মেরে অর্ধশতরানের গণ্ডি টপকে যান তিনি। ছবি- এএফপি।
10/23 ২৬.৩ ওভারে আদিল রশিদের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন মাহমুদুল্লাহ। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ দলগত ১৩৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তৌহিদ হৃদয়। ছবি- এএফপি।
11/23 প্রথম ইনিংসে ৩০ ওভার খেলা হওয়ার পরে বৃষ্টিতে থমকে যায় ম্যাচ। বাংলাদেশের স্কোর তখন ৫ উইকেটে ১৫৩ রান। ৭৩ বলে ৬০ রান করেছেন মেহেদি হাসান। মেরেছেন ৮টি চার। ১২ বলে ৫ রান করেছেন তৌহিদ হৃদয়। ছবি- এপি।
12/23 বৃষ্টিতে বিস্তর সময় নষ্ট হওয়ার পরে পুনরায় শুরু হয় ম্যাচ। ১৩ ওভার করে কমে প্রতি ইনিংসের দৈর্ঘ্য। অর্থাৎ, ৩৭ ওভারের ম্যাচ হবে বলে জানিয়ে দেন আম্পায়াররা। ৩১.১ ওভারে স্যাম কারানের বলে জো রুটের হাতে ধরা পড়েন তৌহিদ হৃদয়। ১৩ বলে ৫ রান করেন তিনি। বাংলাদেশ দলগত ১৫৫ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেহেদি হাসান। ছবি- এএফপি।
13/23 ৩৩.৩ ওভারে ডেভিড উইলির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মেহেদি হাসান মিরাজ। ১০টি বাউন্ডারির সাহায্যে ৮৯ বলে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। বাংলাদেশ দলগত ১৭৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাসুম আহমেদ। ছবি- এপি।
14/23 ৩৩.৪ ওভারে ডেভিড উইলির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নাসুম আহমেদ। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ ১৭৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তাসকিন আহমেদ। ছবি- এপি।
15/23 ৩৪.১ ওভারে রিস টপলির বলে বোল্ড হন মেহেদি হাসান। ৫ বলে ৩ রান করেন তিনি। বাংলাদেশ ১৭৯ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শরিফুল ইসলাম। ছবি- এএফপি।
16/23 বাংলাদেশ নির্ধারিত ৩৭ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৮ রান সংগ্রহ করে। তাসকিন আহমেদ ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১২ রান করেন। ৭ বলে ৩ রান করেন শরিফুল। ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৭ ওভারে ১৯৭ রানের। ছবি- এপি।
17/23 ইংল্যান্ড পালটা ব্যাট করতে নামলে প্রথম ওভারেই ডেভিড মালানের উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। ০.৬ ওভারে মুস্তাফিজুরের বলে স্লিপে তানজিদের হাতে ধরা পড়েন মালান। ১টি বাউন্ডারির সাহায্যে ২ বলে ৪ রান করেন তিনি। ইংল্যান্ড দলগত ৯ রানে ১ উইকেট হারায়। বেয়ারস্টোর সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন জো রুট। ছবি- এপি।
18/23 ইংল্যান্ড ৪ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায়। ৪.১ ওভারে মুস্তাফিজুরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জনি বেয়ারস্টো। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ৩৪ রান করেন তিনি। ইংল্যান্ড ৫১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হ্যারি ব্রুক। ছবি- এএফপি।
19/23 ৭.৪ ওভারে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হ্যারি ব্রুক। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৭ রান করান তিনি। ইংল্যান্ড ৭৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোস বাটলার। ছবি- এএফপি।
20/23 ১০.৫ ওভারে শরিফুল ইসলামের বলে তৌহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন জোস বাটলার। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩০ রান করে মাঠ ছাড়েন ইংল্যান্ড দলনায়ক। ইংল্যান্ড ১০৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিয়াম লিভিংস্টোন। ছবি- এপি।
21/23 ১৩.২ ওভারে তাসকিন আহমেদের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা দেন লিয়াম লিভিংস্টোন। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৭ রান করেন তিনি। ইংল্যান্ড ১১৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মইন আলি। ছবি- এপি।
22/23 ২৩.২ ওভারে নাসুম আহমেদের বলে তৌহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন মইন আলি। ২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন মইন। ইংল্যান্ড ১৯৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্রিস ওকস। ছবি- এএনআই।
23/23 ইংল্যান্ড ২৪.১ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৭ রান তুলে ম্যাচ জিতে যায়। জো রুট ১টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। ২ বলে ১ রান করে নট-আউট থাকেন ক্রিস ওকস। ছবি- রয়টার্স। 

Latest News

জালিয়াতির অভিযোগ, গ্রেফতার নওয়াজউদ্দিনের ভাই আয়াজউদ্দিন সিদ্দিকি ‘কিছু জানতাম না…’! ব্যুমেরাং-এ টাক মাথায় রুক্মিণী, দেব-বান্ধবীর এ কী হাল করল জিৎ ঘূর্ণিঝড় রেমাল কি কলকাতার ওপরে তাণ্ডব চালাবে? এখনও পর্যন্ত যা বলছে হাওয়া অফিস মন তো ভালো, হৃদয় ভালো কি? জানুন আপনার হার্টের স্বাস্থ্যের খুঁটিনাটি তথ্য T20 বিশ্বকাপের আগে হাসান আলিকে কেন স্কোয়াড থেকে ছেড়ে দিল পাকিস্তান- ৩টি কারণ জুরেল রান আউট ছিলেন? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন MI প্রাক্তনী কাছে টেনে কোমর চেপে ধরেন, চুমু খান, একী করছেন অনুপম খেরের ছেলে!অপ্রস্তুত জর্জিয়া ইন্ডি জোটট জিতলে প্রধানমন্ত্রী হতে চান না কেজরিওয়াল, তাঁর লক্ষ্য… শ্লীলতাহানি তদন্তের মাঝে রামকৃষ্ণ মিশন বিতর্কে মুখ খুললেন রাজ্যপাল, জারি বিবৃতি বুদ্ধ পূর্ণিমায় শুভ ফলদায়ী সংযোগ, পুজোয় মিলবে দ্বিগুণ লাভ, অবশ্যই করুন এই ৩ কাজ

Latest IPL News

জুরেল রান আউট ছিলেন? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন MI প্রাক্তনী হিট স্ট্রোকে কারণে হাসপাতালে চিকিৎসাধীন শাহরুখ, কেমন আছেন এখন? জানালেন জুহি ২০ রান কম করেছি, তবে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে কোনও স্কোরই যথেষ্ট নয়- হতাশ ফ্যাফ স্বপ্ন অধরা কোহলিদের, RR-এর কাছে এলিমিনেটরে হেরে আইপিএল ২০২৪ থেকে বিদায় RCB-র ভিডিয়ো- কার্তিকের প্লাম্ব এলবি DRS-এ হল নট আউট, ধিক্কার গাভাসকর, পিটারসেন, ভনদের ভিডিয়ো-পতিদারের সহজ ক্যাচ মিস করলেন ধ্রুব জুরেল, বিশ্বাস করতে পারলেন না অশ্বিন সামনের দিকে শরীর ছুঁড়ে অবিশ্বাস্য ক্যাচ পাওয়েলের, IPL-এর অন্যতম সেরা- ভিডিয়ো রাজস্থানের বারোটা বাজিয়ে ইংল্যান্ডে গিয়ে সাফাই দিলেন বাটলার, দোহাই দিলেন সূচির রিঙ্কুও নাকি ভ্যাঁ করে কেঁদে ফেলেছিলেন, কবে-কখন? অকপটে জানালেন নাইট তারকা,ভিডিয়ো IPL 2024-বোলারদের স্ট্যাটস দেখি না, রানে ফিরতেই উদ্ধত মন্তব্য কোহলির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ