বকেয়া ডিএ নিয়ে এবার সরব রাজ্যের চিকিৎসকরাও। এই নিয়ে ১০ মার্চ এক ঘণ্টার কর্মবিরতিতে যাবেন আন্দোলনকারী চিকিৎসকরা। এদিকে ডিএ মেটানোর পাশাপাশি তাঁদের দাবি, শূন্যপদে স্বচ্ছ ভাবে স্থায়ী নিয়োগ করতে হবে। আন্দোলনরত চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালে গ্রুপ ডি কর্মী নেই, পর্যাপ্ত নার্স এবং চিকিৎসকও নেই।
1/5বকেয়া ডিএ মেটানো এবং অন্যান্য দাবিতে স্বাস্থ্য দফতর এবং মুখ্যমন্ত্রীর দফতরকে চিঠি দিয়েছেন চিকিৎসক সংগঠন। এই নিয়ে তৃণমূল সাংসদ ডঃ শান্তনু সেন অভিযোগ করেন, যে চিকিৎসক সংগঠন ডিএ-র দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছেন, তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মদতপুষ্ট। তৃণমূল নেতা বলেন, 'চিকিৎসদের প্রাথমিক কাজ, রোগী পরিষেবা দেওয়া। তাই কোনও ভাবেই যেন রোগী পরিষেবায় ছেদ না পড়ে তা নিশ্চিত করতে হবে।' ডঃ শান্তনু সেন বিগত বাম সরকারকে তোপ দেগে অভিযোগ করেন, ৩৪ বছরে বামেরা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশা করে দিয়েছিল। (Deepak Salvi)
2/5বকেয়া ডিএ-র দাবিতে আগামী ১০ মার্চ সরকারি কর্মচারীরা ধর্মঘট ডেকেছেন। সেই ধর্মঘটকে সফল করতে শুক্রবার বিকেলে কলকাতায় মিছিল করলেন সরকারি কর্মচারীরা। বিকেল ৫টা থেকে এই মিছিল শুরু হয়। ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত যায় মিছিলটা। ১২ জুলাই কমিটি এই মিছিল ডেকেছিল। সংগ্রামী যৌথ মঞ্চের প্রায় ৩২ টি সংগঠনও মিছিলে অংশ নিয়েছিল। (Deepak Salvi)
3/5প্রসঙ্গত, বকেয়া মহার্ঘভাতা তথা ডিএ-র দাবিতে শহিদ মিনারে বিগত এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা। পাশাপাশি চলছে অনশন। ১০ মার্চ ধর্মঘটেরও ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এর আগে ২০ এবং ২১ ফেব্রুয়ারি গোটা দিনের কর্মবিরতির ডাক দিয়েছিলেন আন্দোলকারীরা। ২৮ ফেব্রুয়রি দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছিলেন সরকারি কর্মচারীরা। (Deepak Salvi)
4/5এদিকে ৫ মার্চ, রবিবার, ময়দান এলাকায় বিক্ষোভ প্রদর্শন কররা ডাক দিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। সেই সঙ্গে আন্দোলনরত কর্মপ্রার্থী এবং বিভিন্ন ছাত্র-যুব সংগঠনকেও আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চ। এই আবহে সেদিন ময়দানে বড় জমায়েত করা হবে বলে দাবি আন্দোলনকারীদের। (Deepak Salvi)
5/5প্রসঙ্গত, আন্দোলনরত সরকারি কর্মচারীদের বক্তব্য, এই পে কমিশনের প্রথম থেকেই সরকার ৬ শতাংশ ডিএ বলে ঘোষণা করে আসছে, সেটা মিথ্যা। সরকার এইচআর-এর টাকা ১৫ শতাংশ থেকে ৩ শতাংশ কমিয়ে ১২ করেছে। সেটাই ডিএ বলে চালাচ্ছে। ওটা আসলে ডিএ নয়। সরকারি কর্মীদের অভিযোগ, তাঁরা কোনও ডিএ পাচ্ছিলেন না। এখন ৩ শতাংশ ঘোষণা করল। তাঁরা ৩৯ শতাংশ ডিএ চাইছেন। এই আবহে আগামী ১০ মার্চ ধর্মঘটেরও ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। (Deepak Salvi)