বাংলা নিউজ >
ছবিঘর >
Budh Gochar 2022 Astrology: বুধের গোচরে জুলাই পর্যন্ত টাকা কড়ি নিয়ে ভাবতে হবে না এই তিন রাশির জাতকদের, বলছে জ্যোতিষ মত
Budh Gochar 2022 Astrology: বুধের গোচরে জুলাই পর্যন্ত টাকা কড়ি নিয়ে ভাবতে হবে না এই তিন রাশির জাতকদের, বলছে জ্যোতিষ মত
Updated: 05 May 2022, 06:07 PM IST
লেখক Sritama Mitra
সিংহ রাশির জাতক জাতিকারা বুধের গোচরের ফলে লাভবান হয়ে উঠবেন। ব্যবসায়ীদের দারুন মুনাফা হবে। আকস্মিকভাবে টাকা পয়সা আসতে থাকবে। যশ আর কীর্তির প্রাপ্তি হতে থাকবে।
1/5আর্থিক দিক নিয়ে উদ্বেগ সকলেরই থাকে। তার জন্য বহু সময় পরিশ্রম করেও চাহিদা মতো ফল মেলে না। তবে জ্যোতিষ শাস্ত্রের গণনা বলছে, ২০২২ সালের জুলাই পর্যন্ত চাকা কড়ি নিয়ে কোনও ভাবনা থাকবে না এই তিন রাশির জাতক জাতিকাদের। মা লক্ষ্মীর কৃপাধন্য হয়ে বুধের গোচরে লাভবান হবেন এই রাশিগুলির জাতক জাতিকারা। বুধের গোচরে ১২ রাশিতেই প্রভবা পড়বে। তবে বিশেষত ৩ রাশিত সবচেয়ে বেশি প্রভাব পড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
2/5মেষ-ব্যবসার ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের উত্থান অব্যাহত থাকবে। বুধের প্রভাব আপনারা আচমকা টাকা পাবেন। নতুন ব্যবসা যদি শুরু করতে হয়তো, এই সময়কালই ভাল। জুলাই পর্যন্ত আর্থিক কোনও কষ্ট হবে না আপনাদের। প্রতিযোগীরা যাঁরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা এই সময় সাফল্য পাবেন।(ছবিটি প্রতীকী)
3/5কর্কট-এই সময় আপনাকে দারুন লাভ দেবে। নতুন কোনও কাজ শুরু করতে পারেন এই বুধের গোচরের সময়কালে। কোনও গাড়ি বা বাড়ি কেনার ইচ্ছে থাকলে এই সময়টিই সবচেয়ে ভাল। এই সময় কাজের সাফল্য পাওয়া যাবে। ধনলাভ হওয়ার প্রবল যোগ রয়েছে। যে কাজেই হাত দেবেন , পাবেন ভাল ফল।
4/5সিংহ- সিংহ রাশির জাতক জাতিকারা বুধের গোচরের ফলে লাভবান হয়ে উঠবেন। ব্যবসায়ীদের দারুন মুনাফা হবে। আকস্মিকভাবে টাকা পয়সা আসতে থাকবে। যশ আর কীর্তির প্রাপ্তি হতে থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে গেটি ইমেজস)
5/5বুধ গ্রহের দোষ কাটানোর উপায়- অনেকের জীবনেই বুধের কুপ্রভাবের ফলাফল থেকে যায়। যার ফলে বহু কাজে হাত দিয়েও আসে না সাফল্য। বুধের কুপ্রভাব কাটাতে কী কী করণীয় দেখা যাক-১) বুধবার গরুকে সবুজ খাবার দান করুন। ২) বুধবার ডাল খান ও দরিদ্রকে ডাল দান করুন। ৩) বুধবার মা দূর্গার উপাসনা করুন। ৪) সবুজ মুগের দানা দান করুন।