Rover Pragyan on Moon Surface: চাঁদের মাটিতে জাতীয় প্রতীকের স্পষ্ট ছাপ ফেলতে পারেনি প্রজ্ঞান, আর এটাই 'ভালো খবর'
Updated: 24 Sep 2023, 10:05 AM ISTচন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞানের চাকায় এমব্রস করা ছিল ইসরোর এবং ভারতের জাতীয় প্রতীক। মনে করা হয়েছিল, চাঁদের মাটিতে যখন প্রজ্ঞান এগিয়ে যাবে, তখন তার চাকার থেকে এই প্রতীকের ছাপ পড়বে চাঁদের মাটিতে। তবে চাঁদের মাটিতে নাকি সেই ছাপ সুস্পষ্ট ছিল না। আর এটাই এখন 'ভালো খবর'।
পরবর্তী ফটো গ্যালারি