বাংলা নিউজ > ছবিঘর > Ruturaj and Utkarsha marriage: একই রাজ্যের ক্রিকেটারকে বিয়ে করছেন রুতুরাজ, ভারতও পাবে স্টার্কদের মতো পাওয়ার কাপল

Ruturaj and Utkarsha marriage: একই রাজ্যের ক্রিকেটারকে বিয়ে করছেন রুতুরাজ, ভারতও পাবে স্টার্কদের মতো পাওয়ার কাপল

মিচেল স্টার্ক ও অ্যালিসা হিলির মতো ‘পাওয়ার কাপল’ পেতে চলেছে ভারতীয় ক্রিকেটও। বিয়ে করতে চলেছেন রুতুরাজ গায়কোয়াড় এবং উৎকর্ষা পাওয়ার। দু'জনেই একই রাজ্য দলের ক্রিকেটার। কয়েকদিন পরেই দু'জনের বিয়ে হতে চললেও সম্প্রতি তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে।