বাংলা নিউজ > ছবিঘর > Cyclone Biparjoy Latest update by IMD: জারি কমলা সতর্কতা, সোজাসুজি গুজরাটের বন্দরেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'

Cyclone Biparjoy Latest update by IMD: জারি কমলা সতর্কতা, সোজাসুজি গুজরাটের বন্দরেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৫ জুন, বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল ঘটবে। সেই সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ১৯৫ কিমি প্রতি ঘণ্টা হতে পারে। আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় ১৫ জুন সন্ধ্যার দিকে সৌরাষ্ট্র ও কচ্ছের ওপর দিয়ে যাবে। গুজরাটের জাখাউ বন্দরের ওপর দিয়ে ভূ-ভাগে আছড়ে পড়বে বিপর্যয়।