DA Arrear Case in SC: বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মামল... more
DA Arrear Case in SC: বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মামলা কবে সুপ্রিম কোর্টে উঠবে, তা জানিয়ে দেওয়া হল। সুপ্রিম কোর্টের কজলিস্ট অনুযায়ী, আগামী সোমবার (১৬ জানুয়ারি) সেই মামলার শুনানি হবে। কোন বেঞ্চে শুনানি হবে এবং কত নম্বরে তালিকাভুক্ত আছে, তা দেখে নিন -
1/7গঠিত হল বেঞ্চ। আগামী সোমবার (১৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) মামলার শুনানি হতে চলেছে। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা উঠবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
2/7সুপ্রিম কোর্টের যে কজলিস্ট প্রকাশিত হয়েছে, তাতে ১৬ জানুয়ারি ছয় নম্বরে কোর্টে ডিএ মামলার শুনানি হবে। সকাল ১০ টা ৩০ মিনিটে বেঞ্চ বসবে। ডিএ মামলাটি ৫০ নম্বরে নথিভুক্ত আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/7রাজ্যের দাখিল করা স্পেশাল লিভ পিটিশনের (এসএলপি) প্রেক্ষিতে প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টে যখন ডিএ মামলা উঠেছিল, তখন বিচারপতি মাহেশ্বরী এবং বিচারপতি রায়ের বেঞ্চেই উঠেছিল। গত বছরের ২৮ নভেম্বর এবং ৫ ডিসেম্বর সেই বেঞ্চেই উঠেছিল ডিএ মামলা। কিন্তু বিচারপতি মাহেশ্বরী না থাকায় ১৪ ডিসেম্বর বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি রায়ের বেঞ্চে মামলা উঠেছিল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
4/7কিন্তু ১৪ ডিসেম্বর ডিএ মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি দত্ত। সেদিন তিনি জানিয়েছিলেন, বিচারপতি মাহেশ্বরীর জায়গায় ডিএ মামলার বেঞ্চে তিনি আসার পরই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অতি উৎসাহ তৈরি হয়েছিল। তাই সেই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন বিচারপতি দত্ত। সেদিনই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নয়া বেঞ্চে জানুয়ারির তৃতীয় সপ্তাহে ডিএ মামলা উঠবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/7সেইমতো সুপ্রিম কোর্টের কজলিস্টের অনুযায়ী, সোমবার বিচারপতি মাহেশ্বরী এবং বিচারপতি রায়ের বেঞ্চে ডিএ মামলা উঠবে। রাজ্য সরকারি কর্মচারীদের আশা, সোমবারই ডিএ মামলায় সুখবর মিলবে। ধাক্কা খাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
6/7উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ডিএ মামলা চলছে। তারইমধ্যে ২০২২ সালের ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে একেবারে শেষলগ্নে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার। তা ২২ সেপ্টেম্বর খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
7/7তারইমধ্যে হাইকোর্টের রায় মেনে বকেয়া ডিএ মিটিয়ে না দেওয়ায় আদালত অবমাননার মামলা দায়ের করেছিল তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন - কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরাম। সেই মামলায় হলফনামা দায়ের করেছিল রাজ্য। সেইসঙ্গে জানিয়েছিল যে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে মমতার সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)