GST Last Date extended: বৃহস্পতিবার রিটার্ন ফাইল করতে গিয়ে দেখা যায়, সাইট লোড হয়েই চলেছে। করের সাইটে সাধারণ মাঝে-মধ্যেই এমনটা হয়ে থাকে। তবে এদিন দীর্ঘ সময় ধরে সাইট কার্যত অকেজো হয়ে যায়। এর ফলে শেষ মুহুর্তের দাখিলকারীরা রিটার্ন ফাইলের সুযোগ হারান।
1/5GST পোর্টালে কিছু প্রযুক্তিগত ত্রুটি। এদিকে ২০ অক্টোবর, বৃহস্পতিবারই মাসিক পণ্য ও পরিষেবা কর রিটার্ন (GSTR-3B) ফাইল করার শেষ দিন ছিল। সেই বিষয়টি মাথায় রেখেই আরও একদিন সময় দিয়েছে কেন্দ্র সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)
2/5২১ অক্টোবর ২০২২, শুক্রবার পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে। এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। প্রতীকী ছবি: গেটি ইমেজেস (HT_PRINT)
3/5বৃহস্পতিবার রিটার্ন ফাইল করতে গিয়ে দেখা যায়, সাইট লোড হয়েই চলেছে। করের সাইটে সাধারণ মাঝে-মধ্যেই এমনটা হয়ে থাকে। তবে এদিন দীর্ঘ সময় ধরে সাইট কার্যত অকেজো হয়ে যায়। এর ফলে শেষ মুহুর্তের দাখিলকারীরা রিটার্ন ফাইলের সুযোগ হারান। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
4/5নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক বললেন, 'গতকাল বেশ কয়েকজন করদাতা এই সমস্যাটি জানান। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোর্টাল অ্যাডমিনিস্ট্রেটর [গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নেটওয়ার্ক বা জিএসটিএন]-ও এই সমস্যার কথা জানিয়েছে।' ফাইল ছবি: পিটিআই (HT_PRINT)
5/5সাধারণত, ব্যবসায়ীদের মাসের ২০ তারিখের মধ্যে আগের মাসের লেনদেনের বিবরণ ফাইল করতে হয়। GSTR-3B প্রকৃতপক্ষে কোনও রেজিস্টার্ড সত্তার মাসিক লেনদেনের সারাংশ বলা যেতে পারে। এর মাধ্যমে কর লাগু করার বিষয়ে আরও স্বচ্ছতা আনা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) (HT_PRINT)