Himachal Pradesh Assembly Election Results 2022: হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের গণনা চলছে। যে নির্বাচনে ‘অ্যাসিড টেস্টের’ মুখে বিদায়ী মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে। হেভিওয়েট প্রার্থীরা এগিয়ে আছেন নাকি পিছিয়ে আছেন, তা দেখে নিন -
1/6এখনও সরকারিভাবে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে জয়ী বলে ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশনের আপডেট অনুযায়ী, আপাতত সেরাজ কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী চেতরামের থেকে ৩৮,১৮৩ ভোটে এগিয়ে আছেন তিনি। (ফাইল ছবি, বীরবল শর্মা/হিন্দুস্তান টাইমস)
2/6বিক্রমাদিত্য সিং: শিমলা গ্রামীণ থেকে ১৩,৮৬০ ভোটে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী। বিজেপি প্রার্থী রবি কুমার মেহতা দ্বিতীয় স্থানে আছেন। কংগ্রেসের টিকিটে লড়াই করেন বিক্রমাদিত্য। যে আসন কংগ্রেসের শক্তঘাঁটি বলে মনে করা হয়। বিক্রমাদিত্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/6মুকেশ অগ্নিহোত্রী: হিমাচল বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন মুকেশ। হারোলি আসন থেকে কংগ্রেসের টিকিটে লড়াই করে ৯,১৪৮ ভোটে জিতেছেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন বিজেপির রাম কুমার। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)