দোলের আগে গ্রাহকদের বড় খবর দিল আইসিআইসিআই ব্যাঙ্ক।
1/8দোলের আগে গ্রাহকদের বড় খবর দিল আইসিআইসিআই ব্যাঙ্ক। দু'কোটি টাকার ঊর্ধ্বে এবং তিন বছরের অধিক মেয়াদের ফিক্সড ডিপোজিটের (এফডি) ক্ষেত্রে সুদের হার সংশোধন করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/8বেসরকারি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, তিন বছর থেকে ১০ বছরের মেয়াদে দু'কোটি টাকার বেশি এবং পাঁচ কোটির টাকার কম এফডির ক্ষেত্রে সুদের হার ৪.৬ শতাংশ। যা সর্বাধিক। (ছবি সৌজন্যে মিন্ট)
3/8এক বছরের নীচে মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার: ২.৫ শতাংশ থেকে ৩.৭ শতাংশ। (ছবিটি প্রতীকী)
4/8১ বছর থেকে ১৫ মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার: ৪.১৫ শতাংশ। (ছবিটি প্রতীকী)
5/8১৫ মাস থেকে ১৮ মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার: ৪.২ শতাংশ। (ছবিটি প্রতীকী)
6/8১৮ মাস থেকে ২ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার: ৪.৩ শতাংশ। (ছবিটি প্রতীকী)
7/8২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার: ৪.৫ শতাংশ। (ছবিটি প্রতীকী)
8/8উপরোক্ত যে সুদের হার জানানো হয়েছে, তা প্রবীণ নাগরিক এবং সাধারণ নাগরিকদের ক্ষেত্রে একই থাকবে। যে নয়া সুদের হার চলতি বছরের ১০ মার্চ থেকে কার্যকর হয়েছে। (ছবিটি প্রতীকী)