IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধেও ঝড় তুললেন রোহিত, গুঁড়িয়ে দিলেন অধিনায়ক কোহলির রেকর্ড, ছাপিয়ে গেলেন সচিন, যুবিকেও
Updated: 14 Oct 2023, 11:25 PM ISTকোটলার পর মোতেরা- রোহিত শর্মা ঝড় অব্যাহত। শনিবার পাকিস্তানের বিরুদ্ধেও মাত্র ১৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন হিটম্যান। তবে বাবরদের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত যখন ৬৩ বলে ৮৬ করে সাজঘরে ফিরছিলেন, তখন ভারত জয়ের দরজার সামনে দাঁড়িয়ে। শতরান না হলেও, রোহিত গড়ে ফেললেন একাধিক নজির।
পরবর্তী ফটো গ্যালারি