IND vs PAK: রুদ্ধশ্বাস ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে চার উইকেটে হারিয়ে দিল ভারত। আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৫৯ রান তোলে পাকিস্তান। শেষ বলে ম্যাচ জিতে যায় ভারত। ৫৩ বলে অপরাজিত ৮২ রান করেন বিরাট কোহলি। ম্যাচের সেরাও নির্বাচিত হন। কোন কোন কারণে ভারত জিতল, তা দেখে নিন -
1/5আর্শদীপ সিং: বিশ্বকাপ অভিষেকের প্রথম বলেই বাবর আজমকে আউট করেন আর্শদীপ। তারপর দুরন্ত পরিকল্পনায় আউট করেন মহম্মদ রিজওয়ানকে। সেখানেই জোরদার ধাক্কা খায় পাকিস্তান। তারপরও পাকিস্তান ১৫৯ রান তুললেও বাবর ও রিজওয়ান থাকলে আরও চাপ বাড়ত ভারতের। (ছবি সৌজন্যে এএফপি)
2/5বিরাট কোহলি: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ - সেটার থেকে ভালো কোনও প্রেম কাহিনি হতে পারে? সম্ভবত না! প্রবল চাপের মুখে আজ ভারতকে একা হাতে ম্যাচ জেতালেন কোহলি। ৫৩ বলে ৮২ রানে অপরাজিত থাকলেন। পুরো একা হাতে ম্যাচটা জেতালেন। এই ম্যাচের জয়টা বিরাটের জয়। টিম ইন্ডিয়া সৌভাগ্যবান যে বিরাট ভারতে জন্মেছেন। (ছবি সৌজন্যে এএফপি)
3/5বিরাটের মোড় ঘোরানো জোড়া ছক্কা: আট বলে ২৮ রান দরকার ছিল। হার্দিক পান্ডিয়া একেবারেই ছন্দে ছিলেন না। সেখানে ১৮.৫ ওভারে হ্যারিস রউফ যে ছক্কাটা মারলেন, সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ওই ছক্কাটা বিরাটের পক্ষেই সম্ভব ছিল। তার জেরে শেষ বলে লাইন পরিবর্তন করতে বাধ্য হন রউফ। সেই বলে ছক্কা মারেন বিরাট। (ছবি সৌজন্যে পিটিআই)
4/5শেষ ওভারে বিরাটের ছক্কা: শেষ ওভারে ১৬ রান দরকার ছিল। প্রথম তিন বলে মাত্র তিন রান হয়েছিল। পড়েছিল এক উইকেট। সেখানে চতুর্থ বলে ছক্কা মেরে ভারতকে খেলায় ফিরিয়ে আনেন বিরাট। ওই বলটায় একটা ছক্কা দরকারই ছিল। তারপর বাকিটা নাটকীয়ভাবে জিতে যায় ভারত। (ছবি সৌজন্যে এএফপি)
5/5বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়ার জুটি: ৩১ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর বিরাট ও হার্দিকই টানলেন ভারতরে। তাঁদের জুটিতে ৭৮ বলে ১১৩ রান ওঠে। হার্দিক প্রথমে আক্রমণ শুরু করেন। তারপর ছন্দ হারিয়ে গেলেও বিরাট খেলাটা ধরে নেন। তাঁদের মধ্যে একজনই আগে আউট হয়ে গেলে খেলা থেকে হারিয়ে যেত ভারত। (ছবি সৌজন্যে এপি)