বাংলা নিউজ > ছবিঘর > INS Mahendragiri Launch: সাগরে আরও শক্তি বাড়বে ভারতের, নয়া রণতরী 'মহেন্দ্রগিরি' লঞ্চ করবেন ধনখড় পত্নী

INS Mahendragiri Launch: সাগরে আরও শক্তি বাড়বে ভারতের, নয়া রণতরী 'মহেন্দ্রগিরি' লঞ্চ করবেন ধনখড় পত্নী

ঐতিহাসিক ভাবে সাগরে ততটাও শক্তিশালী নয় ভারত। তবে বিগত কয়েক বছরে ক্রমেই নিজেদের শক্তি বৃদ্ধি করছে ভারীয় নৌসেনা। এই আবহে নৌসেনার মুকুটে নয়া পালক যোগ হতে চলেছে আগামিকাল। দলে যোগ দিতে চলেছে নয়া রণতরী 'মহেন্দ্রগিরি'। মুম্বইয়ে এই রণতরীকে নৌসেনায় অনতর্ভুক্ত করা হবে কাল।