পার্পল ক্যাপ দখলের চ্যালেঞ্জটা জমে গিয়েছে। বোলাররা একে অপরকে টক্কর দিয়ে চলেছে। প্রতিটা ম্যাচের পরেই বদলে যাচ্ছে তালিকা। সাপ-লুডোর এই লড়াইয়ে উত্থান-পতন লেগেই রয়েছে। দেখে নিন কারা এগিয়ে রয়েছে পার্পল ক্যাপ দখলের লড়াইয়ে:
1/5যুজবেন্দ্র চাহাল বেগুনি টুপির দৌড়ে এখনও শীর্ষস্থানই ধরে রেখেছেন। ১০ ম্যাচে তাঁর সংগ্রহে রয়েছে ১৯টি উইকেট। তবে এই লড়াই তাঁর ঘাড়ের কাছে এখন নিঃশ্বাস ফেলছেন কুলদীপ যাদব, কাগিসো রাবাডা, টি নটরাজনরা। ছবি: পিটিআই
2/5কুলদীপ যাদব আবার ৯ ম্যাচে ১৭ উইকেট নিয়ে দুই নম্বরে রয়েছেন। যুজির চেয়ে ২ উইকেট কম নিয়েছেন তিনি। এই ব্যবধান মুছে ফেলা খুব কঠিন কিছু নয়। ছবি: পিটিআই
3/5গুজরাট টাইটানসের বিরুদ্ধে মঙ্গলবার ৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় তিনে উঠে এলেন কাগিসো রাবাডা। ৯ ম্যাচে তাঁর সংগ্রহ ১৭ উইকেট। ছবি: পিটিআই
4/5পার্পল ক্যাপের তালিকায় চারে নেমে গেলেন টি নটরাজন। ৯ ম্যাচে তাঁরও সংগ্রহ ১৭ উইকেট। কুলদীপকে তিনি স্পর্শ করে ফেলেছেন। ছবি: পিটিআই
5/5চার নম্বরে ওঠার পর দিনই পাঁচে নেমে গেলেন উমেশ যাদব। ১০ ম্যাচে তাঁর সংগ্রহ ১৫টি উইকেট। ছবি: পিটিআই