বাংলা নিউজ >
ছবিঘর >
সবই মায়া! শ্রীময়ীকে ছেড়ে জন্মদিন পালন, বড় বড় চারটে কেক কাটলেন কাঞ্চন
সবই মায়া! শ্রীময়ীকে ছেড়ে জন্মদিন পালন, বড় বড় চারটে কেক কাটলেন কাঞ্চন
Updated: 07 May 2022, 06:09 PM IST
লেখক Priyanka Bose
পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে কেক কাটলেন কাঞ্চন মল্লিক। নিজের বিশেষ দিনটা কেমন করে কাটালেন অভিনেতা?
1/8শুক্রবার ছিল অভিনেতা কাঞ্চন মল্লিকের জন্মদিন। বন্ধু-পথপ্রদর্শকের জন্মদিনে দুটি ছবি পোস্ট করে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ। ছবিতে শ্রীময়ীর পরনে লাল শাড়ি, এদিকে কাঞ্চন পরেছেন সাদা পাঞ্জাবি, মেরুন ধাক্কা পাড় ধুতি। (ছবি ইনস্টাগ্রাম)
2/8তৃণমূলের বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শ্রীময়ী লেখেন, ‘জন্মদিন শুভ হোক, আগামী দিনগুলো সুখে ও শান্তিতে কাটুক’।
3/8পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে একাধিক কেক কেটে জমজমাট কাঞ্চনের জন্মদিন সেলিব্রেট হয়।
4/8জন্মদিন সেলিব্রেশনের একাধিক ছবি নেটমাধ্যমের পাতায় ভেসে উঠেছে কাঞ্চনের।
5/8টেবিলে সাজানো ৪টে জন্মদিনের কেক। কোনও কেকে সত্যজিৎ রায় আর অমিতাভ বচ্চনের ছবি, কোথাও আবার কাঞ্চনের অভিনীত সব ছবির পোস্টার। আমার ক্যামেরা কেকও রয়েছে।
6/8এই বছর জন্মদিনটা বর্ধমানে সেলিব্রেট করেছেন কাঞ্চন মল্লিক। একটি সিরিজের শ্যুটে ব্যস্ত তিনি। তবে বরাবরের মতো এবারেও নিয়ম করে কাঞ্চন মল্লিকের জন্য কেক পাঠিয়েছেন শ্রীময়ী চট্টোরাজ। তবে বন্ধু-পথপ্রদর্শকের জন্মদিনে হাজির ছিলেন না অভিনেত্রী।
7/8জন্মদিনের ছবি শেয়ার করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন কাঞ্চন মল্লিক, যারা তাঁর জন্মদিনটা আরও বিশেষ করে তুলেছে। ভক্ত, পরিবার এবং ঘনিষ্ঠদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি, দিনটাকে স্পেশাল করে তোলার জন্য।
8/8কাঞ্চন মল্লিকের জন্মদিনের ছবি। কাঞ্চন ব্যস্ত তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড, শ্যুটিং নিয়ে। অন্যদিকে শোনা যাচ্ছে সন্তান ও পরিবার নিয়ে নিজের মতো জীবন গুছিয়ে নিয়েছেন তাঁর স্ত্রী পিঙ্কিও।