কোল্ড কফি হাতে তৈমুর, কখনও পার্কে জেহ; সার্কাস, কনসার্ট, পার্টিতে মজে পতৌদি দম্পতি। দেখুন লন্ডন ভ্রমণের ছবি-
1/5স্বামী সাইফ আলি খান, দুই ছেলে তৈমুর এবং জেহ-এর সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী করিনা কাপুর খান। সেখানে বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ, সার্কাসে যাচ্ছেন এবং খাবার খেতে যাচ্ছেন। বড় ছেলে তৈমুর আলি খানের সঙ্গে এই দম্পতির বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। (ছবি ইনস্টাগ্রাম)
2/5লন্ডনে পার্টিতে মজে সইফ-করিনা। বেবো তাঁর দুই ছেলে তৈমুর এবং জাহাঙ্গির আলি খানের ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ‘দ্য বিগ ব্যাং থিওরি’ অভিনেতা কুনাল নায়ার এবং তার স্ত্রী-মডেল নেহা কাপুরের সঙ্গে নৈশভোজে দম্পতি।
3/5পার্কে খেলা করছে খুদে জেহ। সার্কাসেও দুর্দান্ত সময় কাটিয়েছেন পতৌদি পরিবার। বাবা সইফের কফি কাপে চুমুক দিতে দেখা গিয়েছে তৈমুরকে।
4/5কোলে তৈমুরকে নিয়ে সইফের লন্ডন ভ্রমণের ঝলক।
5/5একটি ছবিতে ত্রয়ীকে তাদের সাম্প্রতিক রক কনসার্ট থেকে ব্রিটিশ ব্যান্ড দ্য রোলিং স্টোন থেকে এক ভক্তের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। লন্ডন ভ্রমণের একাধিক ছবি নেটমাধ্যমের পাতায় ভেসে উঠছে বেবোর।