1/4ওটিটি রিয়েলিটি শো ‘লক আপ’। একদম নতুন কনসেপ্টের এই রিয়েলিটি শো-এর প্রথম সিজন বিজয়ী মুনাওয়ার ফারুকি। শো-এর প্রযোজনার দায়িত্বে একতা কাপুর। হোস্ট হিসেবে কঙ্গনা রানাওয়াত এবং জেলার হিসেবে শো-এ দেখা গিয়েছে করণ কুন্দ্রাকে।
2/4রবিবার ৮ মে মুম্বইয়ে শো সফলতার পার্টির উদযাপনের আয়োজন হয়। পার্টিতে প্রবেশ করেই একতা জড়িয়ে ধরেন কঙ্গনা। করণ কুন্দ্রা, সারা খান, মান্দানা করিমি, আজমা ফাল্লা, শিবম শর্মা, তেজস্বী প্রকাশ এবং পুনম পাণ্ডেদের দেখা মিলেছে পার্টিতে। বিজয়ী মুনাওয়ার ফারুকী সহ প্রতিযোগীদের সঙ্গে সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছেন।
3/4লাক আপের সাক্সেস পার্টির অন্দরের ছবি। হাজির ছিলেন অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর স্বামী ভিকি জৈনও।
4/4পায়েল রোহাতগি ও অঞ্জলি আরোরা আসেন শো-এর দ্বিতীয় ও তৃতীয় স্থানে। লাক আপের সাক্সেস পার্টির অন্দরের ছবি।