জ্যোতিষশাস্ত্রে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মাসে একাধিক রাশির জাতকদের উপর মহাদেবের আশীর্বাদ থাকে। তার ফলে ওই রাশির জাতকদের অর্থপ্রাপ্তি হয়। হাতে আসে টাকা। উন্নতি হয় জীবনের অন্যান্য ক্ষেত্রেও। সেই তালিকায় কারা কারা আছেন?
1/4বৃষ রাশি- বৃষ রাশির জাতকদের শ্রাবণ মাস খুব ভালো কাটবে। শুভ ফল লাভ করবেন। আর্থিক অবস্থা ভালো হবে। নয়া চাকরির প্রস্তাব মিলতে পারে। পদোন্নতির সম্ভাবনা আছে। আয় বৃদ্ধির যোগ আছে। দীর্ঘদিন ধরে আটকে কাজ পূর্ণ হবে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্যও এই মাসটা ভালো কাটবে।
2/4মিথুন রাশি- মিথুন রাশির জাতকদের উপর মহাদেবের কৃপা থাকবে। অর্থ লাভ হবে। বিদেশি কোনও সূত্র থেকে হাতে টাকা আসতে পারে। একাধিক ভালো খবর মিলবে। নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন চাকরির প্রস্তাব। ব্যবসায়ীরা ব্যাপক মুনাফা লাভ করবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/4কর্কট রাশি- শ্রাবণ মাসে কর্কট রাশির জাতকদের মান-সম্মান বাড়বে। হাতে টাকা আসবে। অর্থপ্রাপ্তি হবে। আর্থিক অবস্থা মজবুত হবে। আটকে থাকা কাজ পুরো হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজও পূর্ণ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/4শ্রাবণ মাসে মহাদেবের আশীর্বাদ থাকবে এই রাশির জাতকদের, আছে অর্থপ্রাপ্তির যোগ। (ছবি সৌজন্যে পিটিআই)